বানভট্ট কে ছিলেন । বানভট্টের পরিচয় দাও
বানভট্ট কে ছিলেন । বানভট্টের পরিচয় দাও |
বানভট্ট কে ছিলেন । বানভট্টের পরিচয় দাও
- অথবা, বানভট্ট সম্পর্কে লিখ।
উত্তর : ভূমিকা : ইতিহাসবেত্তা বানভট্ট জগৎ বিখ্যাত একজন ব্যক্তি। তাকে বাংলার ইতিহাসে অন্যতম একজন ব্যক্তি মনে করা হয়। নীহাররঞ্জন রায়ের ছন্দনাম বানভট্ট।
তিনি সাধারণ একজন মানুষ ছিলেন কিন্তু জগতে তার খ্যাতি ছিল অনন্য। এই অনন্য খ্যাতির কারণে পুরো পৃথিবীতে তিনি পরিচিত।
বানভট্টের পরিচয় : নিম্নে বানভট্টের পরিচয় তুলে ধরা হলো :
১. জন্ম : বানভট্ট ১৪ জানুয়ারি ১৯০৩ সালে ময়মনসিংহের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মহেন্দ্র চন্দ্র রায় এবং মনিকা রায় রমণী ছিল তার স্ত্রী। তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় বাঙালি বংশোদ্ভূত।
২. শিক্ষা জীবন : শিক্ষা জীবন শুরু হয় ময়মনসিংহ থেকে। শ্রীহট্টের মুরারিচাঁদ কলেজ থেকে বানভট্ট ১৯২৪ সালে ইতিহাস বিষয়ে বিএ অনার্স পাস করেন।
১৯২৬ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. পাস করেন। ১৯২৭ সালে তিনি ইতিহাস বিষয়ক ফেলো লাভ করেন ।
৩. কর্মজীবন : প্রাচীন ভারতের ইতিহাস বিভাগের অধ্যাপনা | দিয়ে বানভট্ট কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি এমিরেটস
প্রফেসর হন।
৪. ধর্ম : বানভট্ট ছিলেন হিন্দু ধর্মের বিশ্বাসী পণ্ডিত। তবে | সকল ধর্মের মানুষকে তিনি শ্রদ্ধা করতেন। অন্য ধর্মের প্রতি তার ক্ষোভ ছিল না।
৫. পুরস্কার : বানভট্ট জগৎ বিখ্যাত অসংখ্য পুরস্কার লাভ করেন। তিনি পদ্মভূষণ, সাহিত্য পুরস্কার ও রবীন্দ্র পুরস্কার লাভ করেন ।
৬. মৃত্যু : এই মহান ইতিহাসবিদ ১৯৮১ সালের ৩০ আগস্ট কলকাতার পশ্চিমবঙ্গে মৃত্যুবরণ করেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বানভট্ট পৃথিবীর ইতিহাসে যে কজন মহান ইতিহাসবিদ ছিল তাদের মধ্যে অন্যতম। তার অমর কীর্তি, তার রচনা যতদিন পৃথিবী থাকবে ততদিন তিনি মানুষের মধ্যে বেঁচে থাকবে।