বল্লাল সেন কে ছিলেন । বল্লাল সেনের পরিচয় দাও

বল্লাল সেন কে ছিলেন । বল্লাল সেনের পরিচয় দাও
বল্লাল সেন কে ছিলেন । বল্লাল সেনের পরিচয় দাও

বল্লাল সেন কে ছিলেন । বল্লাল সেনের পরিচয় দাও

  • অথবা, বল্লাল সেনের সংক্ষিপ্ত পরিচয় লিপিবদ্ধ কর। 
  • অথবা, বল্লাল সেনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লিখ ।

উত্তর : ভূমিকা : প্রাচীন বাংলার ইতিহাসে বল্লাল সেন একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। প্রাচীন বাংলার ইতিহাসে যে কয়জন শাসক তাদের কর্মকাণ্ডের জন্য অমর হয়ে আছেন তার মধ্যে বল্লাল সেনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । 

বল্লাল সেন বিদ্যান ও বিদ্যোৎসাহী রাজা ছিলেন। তিনি বাংলার ইতিহাসে কৌলিন্য প্রথার প্রবর্তক হিসেবে অমর হয়ে আছেন।

বল্লাল সেন সম্পর্কে জানার উৎস :

(i) নৈহাটি তাম্রশাসন থেকে বল্লাল সেন সম্পর্কে জানা যায় । 

(ii) ভাগলপুর প্রাপ্ত মূর্তিলিপি থেকে জানা যায়। 

(iii) বল্লাল সেন রচিত দানসাগর ও অদ্ভুতসাগর নামক গ্রন্থ থেকে। 

(iv) আনন্দ ভট্ট, রচিত 'বল্লাল চরিত' থেকে জানা যায় । 

[] বল্লাল সেন : নিম্নে বল্লাল সেন সম্পর্কে আলোচনা করা হলো : 

১. বল্লাল সেনের পরিচয় : বল্লাল সেন ছিলেন সেন বংশের অন্যতম শাসক বিজয় সেনের পুত্র এবং তার মাতার নাম ছিল বিলাসদেবী। বল্লাল সেনও তার পিতার ন্যায় একজন শক্তিশালী সেন রাজা ছিলেন ।

২. সিংহাসনে আরোহণ : বল্লাল সেন তার পিতার মৃত্যুর পর আনুমানিক ১১৬০ খ্রিষ্টাব্দে সেন সিংহাসনে আরোহণ করেন। এবং ১১৭৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত দীর্ঘ প্রায় ১৮ বছর রাজত্ব করেন। | তিনি তার রাজত্বকালে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেন।

৩. রাজ্য জয় : বল্লাল সেন সিংহাসনে আরোহণ করে সেন সাম্রাজ্যে বিস্তারে মনোযোগী হন। তিনি মগধের পূর্বাঞ্চলসহ মিথিলা ও উত্তর বিহার জয় করেছিলেন। এছাড়া তিনি চালুক্য রাজকন্যাকে বিবাহ করেছিলেন।

৪. কৌলিন্য প্রথার বিস্তার : বল্লাল সেন প্রাচীন বাংলা ইতিহাসে পরিচিত হয়ে আছেন হিন্দু সমাজে কৌলিন্য প্রথার প্রবর্তনের কারণে ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রাচীন বাংলার ইতিহাসে সেন রাজা হিসেবে বল্লাল সেনের আবির্ভাব এক গুরুত্বপূর্ণ ঘটনা। 

তিনি সেন সিংহাসনে আরোহণ করে তার পিতৃরাজ্য রক্ষা এবং এর সীমানা বৃদ্ধিতে যে দক্ষতার পরিচয় দেন তা ইতিহাসে বিরল। মূলত সেন শাসন বাংলায় দীর্ঘায়ু হয়েছিল বল্লাল সেনের জন্য । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ