ধর্মপালের ধর্মীয় নীতি উল্লেখ কর

 

ধর্মপালের ধর্মীয় নীতি উল্লেখ কর
ধর্মপালের ধর্মীয় নীতি উল্লেখ কর

ধর্মপালের ধর্মীয় নীতি উল্লেখ কর

উত্তর : ভূমিকা : বাংলায় পালবংশের আবির্ভাব এবং পাল সাম্রাজ্য প্রতিষ্ঠা এক গৌরবজ্জ্বল অধ্যায়। পাল রাজাদের মধ্যে ধর্মপাল একজন সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি একজন পরধর্মসহিষ্ণু শাসকও ছিলেন।

→ ধর্মপালের ধর্মীয় নীতি : পিতার মতো ধর্মপালও বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। ধর্মপাল নিজে বৌদ্ধ হলেও ধর্ম বিদ্বেষী ছিলেন না। তিনি হিন্দুধর্মেরও পৃষ্ঠপোষকতা করতেন। 

ধর্মপাল বিশ্বাস করতেন যে রাজার ব্যক্তিগত ধর্মের সাথে রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই। তিনি হিন্দুদেরকে নারায়ণের একটি মন্দিরের জন্য নিষ্কর ভূমি দান করেন। 

তিনি নিজে শাস্ত্রানুশাসন মেনে চলতেন এবং প্রতি বর্ণের লোক যাতে স্বধর্ম মেনে চলে তিনি তার ব্যবস্থা করতেন বলে মুঙ্গের তাম্রশাসনে উল্লেখ আছে । এসব তার ধর্মীয় উদারতার পরিচায়ক।

ধর্মপালের প্রধানমন্ত্রী ছিলেন একজন ব্রাহ্মণ এবং এই প্রধানমন্ত্রীর বংশধরেরা বহু পুরুষ পর্যন্ত পাল রাজাদের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে ধর্মপাল একজন ধর্মীয় অনুরাগী শাসক ছিলেন। প্রত্যেক ধর্মের লোক যাতে স্বাধীনভাবে নিজ নিজ পালন করতে পারে সেদিকে ধর্মপাল খেয়াল রাখতেন ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ