গোপাল কি নির্বাচিত রাজা ছিলেন । গোপালের উত্থান সংক্ষেপে আলোচনা কর

গোপাল কি নির্বাচিত রাজা ছিলেন । গোপালের উত্থান সংক্ষেপে আলোচনা কর
গোপাল কি নির্বাচিত রাজা ছিলেন । গোপালের উত্থান সংক্ষেপে আলোচনা কর

গোপাল কি নির্বাচিত রাজা ছিলেন । গোপালের উত্থান সংক্ষেপে আলোচনা কর

  • অথবা, গোপাল জনগণ কর্তৃক নির্বাচিত বা অনির্বাচিত শাসক ছিলেন?

উত্তর : ভূমিকা : গোপাল পালবংশের একজন অন্যতম রাজা এবং পালবংশের প্রতিষ্ঠাতা। তিনি তবে নিজ যোগ্যতার বলে বাংলার রাজ ক্ষমতা গ্রহণ করে। 

তবে কেউ বলেন তিনি জনগণ কর্তৃক নির্বাচিত রাজা আর কেউ কেউ বলেন তিনি জোরপূর্বক বাংলার রাজক্ষমতায় অধিষ্ঠিত হন। 

যাই হউক গোপাল পালবংশের নির্বাচিত রাজা কি না সে সম্পর্কে আলোকপাত করা হলো :

→ গোপাল জনগণ কর্তৃক নির্বাচিত : বিভিন্ন ঐতিহাসিক তথ্য উপাত্ত থেকে জানা যায় গোপাল নির্বাচিত রাজা ছিলেন। গোপাল জনগণ কর্তৃক নির্বাচিত হন। বলা হয়েছে প্রকৃতিপুঞ্জ দ্বারা তিনি নির্বাচিত হন। 

এখানে প্রকৃতিপুঞ্জ মানে জনগণ। যখন বাংলায় অরাজকতাপূর্ণ অবস্থা বিরাজ করেছিল তখন জনগণ এ থেকে মুক্তির পথ খুঁজতে থাকে। 

ভিন্ন শক্তির বাংলা আগমন, দেশীয়দের অরাজকতায় যখন মানুষ অতিষ্ঠ সে সময় বাংলার মানুষ একজন যোগ্য দক্ষ ব্যক্তির সন্ধান করতে থাকে। 

আর যোগ্য দক্ষ সামরিক পারদর্শী গোপালকে জনগণ বাংলার রাজ ক্ষমতায় বসান এবং সকলে তাকে স্বীকার করে তার শাসন ক্ষমতা মেনে নেয়। 

সে সময় জনগণের মাঝে স্বদেশ প্রেম ও জাতীয়তাবোধের পরিচয় পাওয়া যায়। যার জন্য বাংলার ধ্বংস তারা চায়নি। বাংলাকে রক্ষা করার জন্য তারা নির্বাচন করে একজন যোগ্য শাসককে।

[] গোপালের উত্থান কল্পকাহিনী : অনেক ঐতিহাসিক অনেক মত দিয়েছেন গোপালের উত্থানের ব্যাপারে। বলা হয়েছে যে সে সময় গোপালকে জনগণ নির্বাচন করে। 

খেয়াল করা দরকার যে, সে সময় বাংলা ছিল অরাজকতাপূর্ণ অবস্থায় । আর কোনো বাংলায় সে সময় অরাজকতা ছিল । 

হয় আর্য না হয় ক্ষমতার জন্য আর এ মুহূর্তে এত ক্ষমতাশালী একটি পদে ঐভাবে কাউকে বসানো অসম্ভব। 

ভোটের মাধ্যমে কেউ রাজা নির্বাচিত হলেও তো তাকে মনে হয় সে সময় কেউ মেনে নিত না।আর গোপালকে জনগণ এমনিতেই ক্ষমতায় বসিয়েছিল। এটা অবাস্তব। 

জয় নগর লিপি থেকে জানা যায় গোপাল কিভাবে ক্ষমতায় আসে তা পরিস্কার করে জানা যায়নি। আর লামা তারনাথের বর্ণনা মতে গোপালের যে ক্ষমতা আরোহণ তা সঠিক নয় ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, গোপাল বাংলার ক্ষমতায় যেভাবে আরোহণ করে তার সঠিক কোনো ইতিহাস জানা নেই বা জানা যায়নি। 

তবে তার ক্ষমতা আরোহণ নিয়ে মতভেদ রয়েছে। তবে তিনি ক্ষমতায় আরোহণের পর বাংলার আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভাব হয়েছে বলা হয়ে থাকে 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ