হরিবর্মা কে ছিলেন । হরিবর্মারের পরিচয় দাও

হরিবর্মা কে ছিলেন । হরিবর্মারের পরিচয় দাও
হরিবর্মা কে ছিলেন । হরিবর্মারের পরিচয় দাও

হরিবর্মা কে ছিলেন । হরিবর্মারের পরিচয় দাও

উত্তর : ভূমিকা : পাল রাজত্বের অবসানের যুগের দক্ষিণ-পূর্ব বাংলায় গড়ে ওঠা একটি স্বতন্ত্র রাজবংশ হলো বর্ম রাজবংশ। জাতবর্মা ছিলেন বর্মরাজবংশের সার্বভৌম ক্ষমতার অধিকারী । 

পরবর্তীতে বেশ কয়েকজন রাজার মাধ্যমে এ বংশের শাসন কার্যক্রম সুন্দরভাবে অতিবাহিত হয়েছিল। তাদের মধ্যে একজন হলেন হরিবর্মা। 

নিম্নে হরিবর্মার পরিচয় তুলে ধরা হলো-

→ হরিবর্মা : দক্ষিণ-পূর্ব বাংলায় স্বতন্ত্র রাজবংশের মধ্যে বর্ম রাজবংশের উৎপত্তি হয়েছিল। তাদের আমলের কিছু লিপি পাওয়া গেছে। সেগুলোতে হরিবর্মা সম্পর্কে জানা যায়। 

বর্ম রাজবংশের অন্যতম একজন রাজা হলেন হরিবর্মা। তার রাজধানী ছিল বিক্রমপুরে। হরিবর্মার সময়ে আবিষ্কৃত দুটি বৌদ্ধ পাণ্ডুলিপি থেকে জানা যায় যে, তিনি আনুমানিক ৪৬ বছর রাজত্ব করেন।

রামচরিত্র হতে তার সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। এখানে উল্লেখ ছিল যে, হরি নামক একজন সেনানায়ক কৈবর্ত রাজ ভীমের পরাজয়ের পর রামপালের সাথে বন্ধুসূত্রে আবদ্ধ ছিলেন। 

পূর্বদেশীয় এক “বর্ম নরপতি" স্বীয় পরিত্রাণের জন্য বিজয়ী রামপালের নিকট উপঢৌকন পাঠিয়েছিলেন। 

ধারণা করা হয় হরি ও বর্ম নরপতি এবং হরিবর্মা একই ব্যক্তি ছিলেন। হরিবর্মার পর তার পুত্র রাজা হয়েছিলেন। হরিবর্মার সময়ে ভবদেব ভট্ট ছিলেন একজন প্রসিদ্ধ ব্যক্তি।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, বর্ম রাজবংশের একজন অন্যতম রাজা ছিলেন হরিবর্মা। তিনি অনেকদিন এখানে শাসন করেছিলেন। 

উপর্যুক্ত তথ্যের অভাবে হরিবর্মা সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও তিনি যে একজন অন্যতম রাজা ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ