পাল বংশের রাজাদের তালিকা লিখ

পাল বংশের রাজাদের তালিকা লিখ
পাল বংশের রাজাদের তালিকা লিখ

পাল বংশের রাজাদের তালিকা লিখ

  • অথবা, পাল রাজাদের তালিকা চিত্রের সাহায্যে দেখাও ৷

উত্তর : ভূমিকা : বাংলায় প্রথম স্বাধীন গৌড়াধিপতি শশাঙ্কের মৃত্যুর পর অন্তঃবিদ্রোহের এবং পার্শ্ববর্তী রাজাদের উপর্যুপরি আক্রমণের ফলে বাংলায় এক অরাজক অবস্থার সৃষ্টি হয়। 

সমসাময়িক কালের পর্যটক হিউয়েন সাঙ, লামা- তারানাথের বিবরণ, সন্ধ্যাকর নন্দীর রামচরিত প্রভৃতির বিবরণ থেকে এ অস্থির অবস্থা সম্পর্কে জানা যায়। 

বাংলার এ মাৎস্যন্যায় রোধ করে বাংলায় শাসন গড়েন পাল-শাসকরা। এ বংশের প্রতিষ্ঠা করেন গোপাল এবং প্রায় চারশত বছর এ রাজবংশ প্রতিষ্ঠিত ছিল।

→ পাল রাজাদের তালিকা : চরম অরাজক অবস্থার অবসান ঘটিয়ে গোপাল পালবংশের প্রতিষ্ঠা করেন এবং পর্যায়ক্রমে এ বংশটি ৪ শ বছর রাজত্ব করেন। গোপাল সর্বপ্রথম ৭৫৬ সালে সিংহাসনে অধিষ্ঠিত হন।

নিম্নে পালবংশের রাজাদের তালিকা তুলে ধরা হলো : 

পাল রাজাদের তালিকা :

গোপাল → ধর্মপাল → দেবপাল বিগ্রহপাল → শূরপাল → নারায়ণপাল → দ্বিতীয় গোপাল → প্রথম মহীপাল → নরপাল → তৃতীয় বিগ্রহপাল → দ্বিতীয় মহীপাল → রামপাল

উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রাচীন বাংলার ইতিহাসে পাল সাম্রাজ্যে একটি গৌরবের নাম। এ বংশের বিখ্যাত বিখ্যাত শাসকদের অবদানের ফলে এটি প্রায় চারশত বছর টিকে ছিল এবং বাংলার ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ