পালদের আদিনিবাস কোথায় ছিল । পালদের আগমন ঘটে কোথা থেকে

পালদের আদিনিবাস কোথায় ছিল । পালদের আগমন ঘটে কোথা থেকে
পালদের আদিনিবাস কোথায় ছিল । পালদের আগমন ঘটে কোথা থেকে

পালদের আদিনিবাস কোথায় ছিল । পালদের আগমন ঘটে কোথা থেকে

  • অথবা, পালদের আদি বাসস্থান কোথায় ছিল?

উত্তর : ভূমিকা : বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা শশাঙ্কের পতনের পর অরাজকতার অবস্থান ঘটিয়ে গোপাল পালবংশের সূচনা করেন। 

আর এ পালবংশের প্রতিষ্ঠা গোপালের পর তার যোগ্য উত্তরাধিকারীরা এ বাংলায় বিশাল একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। প্রশ্ন উঠে হঠাৎ করে পালরা কোথায় থেকে এসে এ বাংলা দীর্ঘদিন শাসন করেছিল।

→ পালদের আদি নিবাস : পালদের আদি নিবাস সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন পালরাজাদের আদি বাসস্থান হলো বরেন্দ্রী বিশেষ করে ড.মজুমদার এমতকে স্বীকার করেছেন। 

শুধু তাই নয় সন্ধ্যাকর নন্দীর রামচরিতে উল্লেখ রয়েছে পালদের আদি নিবাস হলো বরেন্দ্রী। তবে অনেক ঐতিহাসিক বলেছেন, মগধ হচ্ছে পালদের আদি বাসস্থান। 

তাদের যুক্তি ছিল বিভিন্ন তাম্রলিপি হতে পাওয়া যায় মগধের কথা। তাই তারা বলেছিন পালদের আদি বাসস্থান হলো মগধ। তবে এ মত প্রমাণ ও যুক্তিযুক্ত নয়। 

একাধিক সূত্রে জানা যায় বরেন্দ্রীই ছিল পাল রাজাদের জন্মভূমি। | নাগভট্টের লিপিতেও উল্লেখ ছিল পাল রাজারা বরেন্দ্রীর অধিবাসী ছিলেন এবং তারাই বঙ্গপতি হয়ে উঠেন।

উপসংহাস : পরিশেষে আমরা বলতে পারি যে, পাল রাজাদের আদি বাসস্থান সম্পর্কে জানার উৎসের যথেষ্ট অভাব থাকলেও যেটুকু পাওয়া গেছে তা নিয়ে বিতর্ক রয়েছে। 

তবে এটা অধিক গ্রহণযোগ্য হয় যে, তারা বরেন্দ্রীর অধিবাসী ছিলেন। তবে পাল রাজাদের আগমন যেখান থেকেই হোক না কেন তারা যে স্বীয় কৃতিত্বের মাধ্যমে নিজের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছিল তাই দেখায় বিষয়। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ