পালবংশের ধারাবাহিক কয়েকজন শাসকের নাম লিখ

পালবংশের ধারাবাহিক কয়েকজন শাসকের নাম লিখ
পালবংশের ধারাবাহিক কয়েকজন শাসকের নাম লিখ

পালবংশের ধারাবাহিক কয়েকজন শাসকের নাম লিখ

  • অথবা, পালবংশের ধারাবাহিক পাঁচজন শাসকের নাম উল্লেখ কর।

উত্তর : ভূমিকা : প্রাচীন বাংলায় পালবংশ প্রায় চারশত বছর শাসন করেছিলেন। এক চরম অরাজকতা অবস্থার অবসান ঘটিয়ে গোপাল পাল সাম্রাজ্যের সূচনা করেন এবং পরবর্তীতে তার যোগ্য উত্তরসূরীগণ বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

→ পালবংশের ধারাবাহিক কয়েকজন শাসকের নাম : নিচে পালবংশের ধারাবাহিক পাঁচজন শাসকের নাম উল্লেখ করা হলো :

১. গোপাল : গোপালের বংশ পরিচয় ও পালবংশের উত্থান সম্পর্কে তথ্যের অভাবে জানা খুব দুরূহ ব্যাপার। তবে বিভিন্ন উৎস থেকে জানা যায় গোপালের পিতার নাম ছিল ব্যপট। তিনি একজন সুনিপুণ যোদ্ধা ছিলেন। 

তাই তার পুত্রও একজন যোদ্ধা ছিলেন। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার অরাজকতা দূর করে। গোপাল পালবংশের প্রতিষ্ঠা করে। তিনি ৭৫০ খ্রিষ্টাব্দ থেকে ৭৭৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন।

২. ধর্মপাল : ধর্মপাল ছিলেন গোপালের পুত্র। গোপাল মৃত্যুবরণ করলে ধর্মপাল সিংহাসনে উপবেশন করেন। ঐতিহাসিকগণ বলেছেন, তিনি ৩৫-৪০ বছর রাজত্ব করেন এবং তার আমলে বাংলার ব্যাপক উন্নতি সাধিত হয়।

৩. দেবপাল : ধর্মপালের পর দেবপাল বাংলার সিংহাসনে বসেন। তিনি ৮১০-৮৪৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন।

৪. প্রথম মহীপাল : পালবংশের একজন অন্যতম শাসক হলেন প্রথম মহীপাল। তিনি ৯৭৭-১০২৭ সাল পর্যন্ত শাসন করেছিলেন।

৫. দ্বিতীয় মহীপাল : তৃতীয় বিগ্রহপালের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় মহীপাল সিংহাসনে বসেন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, পালবংশের কয়েকজন যোগ্য শাসক না থাকলে এতবছর শাসন করা সম্ভব হতো না। গোপালের মাধ্যমে পাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে তার পরবর্তী যোগ্যতা সম্পন্ন শাসকগণ দীর্ঘদিন এ বংশের স্থায়ীত্ব দান করেছিলেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ