প্রথম মহীপাল গজনির সুলতান মাহমুদের আক্রমণ প্রতিরোধে হিন্দু রাজন্যবর্গকে সাহায্য করেননি কেন

প্রথম মহীপাল গজনির সুলতান মাহমুদের আক্রমণ প্রতিরোধে হিন্দু রাজন্যবর্গকে সাহায্য করেননি কেন
প্রথম মহীপাল গজনির সুলতান মাহমুদের আক্রমণ প্রতিরোধে হিন্দু রাজন্যবর্গকে সাহায্য করেননি কেন

প্রথম মহীপাল গজনির সুলতান মাহমুদের আক্রমণ প্রতিরোধে হিন্দু রাজন্যবর্গকে সাহায্য করেননি কেন

  • অথবা, সুলতান মাহমুদের আক্রমণ প্রতিরোধে প্রথম মহীপাল হিন্দু রাজন্যবর্গকে সাহায্য না করার কারণ কি?

উত্তর : ভূমিকা : প্রাচীন বাংলার ইতিহাসে প্রথম মহীপালের নামের গুরুত্ব অপরিসীম। তিনি সমসাময়িককালে জনহিতকর কার্যাবলির জন্য প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন। 

কিন্তু গজনির সুলতান মাহমুদের ঘন ঘন ভারতবর্ষে আক্রমণে তিনি হিন্দু রাজন্যবর্গকে সাহায্য করেননি। এতে তাকে প্রচুর সমালোচনা পেতে হয়।

→ প্রথম মহীপাল হিন্দু রাজন্যবর্গকে সাহায্য না করার কারণ : ভারতের পশ্চিম অংশে মুসমানদের আক্রমণে প্রতিরোধ করার জন্য প্রথম মহীপাল যে কারণে হিন্দু রাজন্যবর্গকে সাহায্য করেননি সেগুলো নিম্নে আলোকপাত করা হলো :

১. প্রথম মহীপালকে সিংহাসন আরোহণ করার পর থেকেই পিতৃরাজ্য পুনরুদ্ধারে জন্য সংগ্রাম করতে হয়েছে। তিরুমুলাই লিপিতে বর্ণিত আছে যে, প্রথম মহীপাল রাজেন্দ্র চোল এর হাতে পরাজিত হয়েছিলেন। এ অবস্থায় ব্যস্ত প্রথম মহীপালের পক্ষে দূরবর্তী পঞ্চনদ এলাকায় সৈন্য প্রেরণ করা সম্ভব হয়ে ওঠেনি

২. মুসলিম আক্রমণে প্রথম মহীপালের রাজত্বে বা কর্তৃত্বের কোনো প্রকার বাধার সৃষ্টি করতে পারেনি। সর্বোপরি তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থা এত সহজ ও উন্নত ছিল না। এজন্য প্রথম মহীপালের চিন্তিত হওয়ার কারণ ছিল না।

৩. প্রথম মহীপাল নিজ রাজ্যকে শক্তিশালী করার পরিবর্তে আর্যাবতে হিন্দু শক্তিকে মুসলিম শক্তির বিরুদ্ধে সাহায্য করতে যাওয়াকে বুদ্ধিমানের কাজ বলে মনে করেননি। 

৪. তৎকালীন সময়ে ভারতে কোনো প্রকার একক, রাজনৈতিক সত্তা ছিল না। সমগ্র উত্তর ভারত অনেকগুলো রাজবংশের অধীনে ছিল । 

আক্রান্ত রাজ্যগুলো হয়তোবা পরিস্থিতির চাপে সাময়িকভাবে সম্মিলিত জোট গঠন করে মুসলিম আক্রমণ প্রতিরোধ করেছিল। কিন্তু ভারতের পূর্ব সীমান্তে পাল সাম্রাজ্যের রাজা প্রথম মহীপালের পক্ষে এ প্রচেষ্টায় যোগ দেয়া সম্ভব হয়নি ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রথম মহীপাল পশ্চিম ভারতে মুসলমাদের আক্রমণ প্রতিরোধ করতে হিন্দু রাজন্যবর্গকে সাহায্য করতে পারেননি বলেই অনেকে তাকে ভীতু, কাপুরুষ এবং দেশের প্রতি উদাসীন ছিলেন; ঠিক এমনটি না; বরং তিনি তার বিলুপ্তপ্রায় সাম্রাজ্যের দেখভাল করেছিলেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ