প্রথম মহীপাল সংক্রান্ত তথ্যসমূহ আলোচনা কর

প্রথম মহীপাল সংক্রান্ত তথ্যসমূহ আলোচনা কর
প্রথম মহীপাল সংক্রান্ত তথ্যসমূহ আলোচনা কর

প্রথম মহীপাল সংক্রান্ত তথ্যসমূহ আলোচনা কর

  • অথবা, প্রথম মহীপাল সংক্রান্ত তথ্যের উৎসসমূহ লিখ । 

উত্তর : ভূমিকা : দশম শতাব্দীতে পাল সাম্রাজ্য যখন তার গৌরব হারিয়ে ফেলে তখন দ্বিতীয় বিগ্রহপালের পুত্র প্রথম মহীপাল সাম্রাজ্যের সিংহাসনে বসে হারানো গৌরব অনেকটাই পুনঃস্থাপন করেন। 

মহীপাল তার পূর্বপুরুষ ধর্মপাল ও দেবপালের ন্যায় সুনিপণ যোদ্ধা ছিলেন। তিনি তার রাজত্বকালে বহু যুদ্ধে জয়লাভ করেন।

→ প্রথম মহীপাল সংক্রান্ত তথ্যসমূহ : প্রথম মহীপাল সংক্রান্ত তথ্য বিস্তারিত জানা যায়নি। তবে কিছুটা জানা যায় তা হলো : 

১. বানগড় লিপিতে উল্লেখ আছে, মহীপাল রণক্ষেত্রে বাহুদর্প প্রকাশে সকল বিপক্ষীয়গণকে নিহত করে অনধিকারী কর্তৃত্ব বিলুপ্ত পিতৃরাজ্য উদ্ধার সাধন করে রাজগণের মস্তকে চরম পদ্ম সংস্থাপিত করে অবনিপাল হয়েছিলেন।

২. উক্তি থেকে জানা যায়, প্রথমে মহীপাল উত্তর ও পশ্চিম বাংলা থেকে কম্বোজদেরকে বিতাড়িত করে স্বীয় বংশের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করে ৷

৩. ত্রিপুরা লিপি থেকে জানা যায় যে, প্রথম মহীপালের রাজত্বকালে অন্যতম ঘটনা হলো চোল রাজ্য রাজেন্দ্র চোলের আক্রমণ। রাজেন্দ্র চোল দক্ষিণ ভারতের একজন পরাক্রান্ত রাজা ছিলেন।

৪. নালন্দা লিপি থেকে জানা যায়, প্রথম মহীপাল উত্তর বিহার জয় করে পিতৃরাজ্যের সাথে সংযুক্ত করেন। 

৫. তিরমুলাই লিপিতে উল্লেখ আছে, গঙ্গাজল দ্বারা তার রাজ্য পবিত্র করতে চাইলে তার সেনাপতি গঙ্গাজল আনয়নের জন্য' বঙ্গ ও গৌড় অঞ্চলে অভিযান করেন। 

৬. সারনাথ লিপি থেকে জানা যায় যে, প্রথম মহীপাল তার সাম্রাজ্য বারানসি থেকে সারনাথ পর্যন্ত বিস্তার করেন। 

এছাড়া সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত থেকে জানা যায়, কুমিল্লা জেলার বাঘাউরা ও নারায়ণপুরে প্রাপ্ত দুটি মার্তলিপি থেকে তথ্য উৎসের সাহায্যে আমরা প্রথম মহীপাল সম্পর্কে বিস্তারিত জানতে পারি।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রথম মহীপাল তার রাজত্বকালে রাজ্যের সকল ক্ষেত্রে তার একনিষ্ঠ অবদান বিদ্যমান ছিল। 

প্রাচীন সভ্যতার অনেক ক্ষেত্রে তার অবদানের কথা উল্লেখ আছে । এ কারণে তাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ