রাজা শ্রী চন্দ্র কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন আলোচনা কর

রাজা শ্রী চন্দ্র কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন আলোচনা কর
রাজা শ্রী চন্দ্র কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন আলোচনা কর

রাজা শ্রী চন্দ্র কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন আলোচনা কর

  • অথবা, রাজা শ্রী চন্দ্ৰ কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন? তা ব্যাখ্যা কর।

উত্তর : ভূমিকা : নবম শতাব্দীর শেষভাগ হতে দক্ষিণ-পূর্ব বাংলায় চন্দ্রবংশ নামে একটি শক্তিশালী রাজবংশের উল্লেখ পাওয়া যায়। 

দক্ষিণ-পূর্ব বাংলায় প্রতিষ্ঠিত অন্য সকল রাজবংশের মধ্যে চন্দ্র রাজবংশই ছিল অত্যন্ত পরাক্রমশালী। ত্রৈলোক্যচন্দ্র এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। 

তারপর তার যোগ্য উত্তরসূরিরা এ রাজবংশ দীর্ঘদিন টিকিয়ে রেখেছিল । চন্দ্রবংশকে একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে বিশেষ করে অবদান রেখেছিল শ্রী চন্দ্র ।

→ রাজা শ্রী চন্দ্র : ত্রৈলোক্যচন্দ্রের পুত্র ছিলেন রাজা শ্রী চন্দ্র । পিতার মৃত্যুর পর তিনি রাজা হন এবং পরম ভট্টারক, মহারাজাধিরাজ উপাধি ধারণ করেন। 

তিনি আনুমানিক ৪৫ বছর শৌর্যবীর্যের সঙ্গে রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন চন্দ্রবংশের শ্রেষ্ঠ নরপত্তি। তার রাজধানী ছিল ঢাকার বিক্রমপুরে। 

শ্রী চন্দ্র তার রাজত্বকালে দক্ষিণ-পূর্ব বাংলা, কামরূপ, গৌড় বিজয় করেন । তিনি কম্বোজদের বিরূদ্ধেও সাফল্য অর্জন করেন। সিলেটে ও শ্রী চন্দ্রের শাসন বজায় ছিল। 

তাম্রশাসনে সিলেটেও তারা ভূমিদান সম্পর্কে পরিচয় পাওয়া যায়। লাহরচন্দ্রের ময়নামতি তাম্রশাসনে শ্রী চন্দ্রের গৌড়ের বিরূদ্ধে সাফল্য লাভের কথা বর্ণিত আছে।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, বিভিন্ন উৎস থেকে শ্রী চন্দ্রের বিজয় অভিযানের যে সকল তথ্য পাওয়া যায়, তা থেকে ধারণা করা যায় যে, তিনি চন্দ্রবংশের প্রসারের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন। 

তিনি হুন, বর্মণ ও উৎকলদের বিরূদ্ধেও জয় লাভ করেছিলেন। তাই ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ