শাসক হিসেবে বিজয় সেনের মূল্যায়ন কতটুকু

শাসক হিসেবে বিজয় সেনের মূল্যায়ন কতটুকু
শাসক হিসেবে বিজয় সেনের মূল্যায়ন কতটুকু

শাসক হিসেবে বিজয় সেনের মূল্যায়ন কতটুকু

  • অথবা, শাসক হিসেবে বিজয় সেন কতটুকু সফল উল্লেখ কর।

উত্তর : ভূমিকা : বিজয় সেন সামান্য একজন সামন্তরাজ হিসেবে জীবন শুরু করলেও তিনি বাংলায় সার্বভৌম রাজার স্থান অধিকার করেন এবং বাংলায় সেন বংশের শাসন প্রতিষ্ঠিত করেন। তার সাহস ছিল অপরিসীম এবং সামরিক দূরদর্শিতা ছিল অসাধারণ ।

→ শাসক হিসেবে বিজয় সেন : পালবংশের অবসানের পর বাংলায় সেন বংশের আবির্ভাব ঘটে। পালবংশের শাসনের অবসানের পর বাংলাদেশে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হয়েছিল। 

এ সময় তিনি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন। তার সুদৃঢ় ও ন্যায়ানুমোদিত শাসন বাংলায় আবার শান্তিশৃঙ্খলা ফিরে আসে। 

তিনি এ সময় কঠোরভাবে শাসনভার না নিলে বাংলায় আবার মাৎস্যনায়েরও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। 

বৃদ্ধি, সাধনা, সাহস ও রাজকৌশলের জন্য তিনি পরমেশ্বর, পরম মহাশ্বর, পরমভট্টারক, মহারাজাধিরাজ প্রভৃতি উপাধি লাভ করেন। তিনি গৌরবসূচক ‘অবিরাজ-বৃষভ-শঙ্কর' নামেও পরিচিত ছিলেন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলায় চরম নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা দমন এবং শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় বিজয় সেন অগ্রণী ভূমিকা পালন করেন। 

তিনি সমগ্র বাংলাকে এক অখণ্ডরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাংলায় এক নব যুগের সূত্রপাত ঘটিয়েছিলেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ