সেন আমলে ব্রাহ্মণ বা হিন্দুধর্মের প্রসার আলোচনা কর

সেন আমলে ব্রাহ্মণ বা হিন্দুধর্মের প্রসার আলোচনা কর
সেন আমলে ব্রাহ্মণ বা হিন্দুধর্মের প্রসার আলোচনা কর

সেন আমলে ব্রাহ্মণ বা হিন্দুধর্মের প্রসার আলোচনা কর

  • অথবা, সেন আমলে ব্রাহ্মণ বা হিন্দুধর্মের জাগরণের উপর টীকা লিখ ।

উত্তর : ভূমিকা : একাদশ শতাব্দীতে বাংলায় সেন রাজত্বের অভ্যুদয় ঘটে। সেন বংশের মাধ্যমে প্রাচীন বাংলায় হিন্দু রাজত্বের সূচনা হয়। 

পাল শাসনামল ছিল বৌদ্ধধর্মের এক বিশাল ভাণ্ডার কিন্তু সেন শাসন প্রতিষ্ঠার পর বাংলায় ব্রাহ্মণ ও হিন্দুধর্মের প্রসার ঘটে এবং দেখা দেয় শ্রেণি বৈষম্য। 

এ বৈষম্য ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের উপর। তবে এর মধ্য দিয়ে সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক উৎকর্ষ সাধিত হয়।

→ সেন আমলে ব্রাহ্মণ বা হিন্দুধর্মের প্রসার : সেন রাজাগণ হিন্দুধর্মের অনুসারী হওয়ার কারণে সেন যুগে হিন্দুধর্ম ব্যাপক প্রসার লাভ করেছিল। সেন রাজাদের সহায়তায় পৌরণিক হিন্দুধর্ম প্রবল হয়ে বিভিন্ন শাখা-প্রশাখায় প্রসারিত হয়। 

আর বৌদ্ধধর্ম অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়ে। বৈদিক ধর্ম, শৈব্য ধর্ম বৈষ্ণবধর্মসহ বিভিন্ন ধর্ম মতে বিরাজ করতে থাকে । নতুন নতুন দেব-দেবীর পূজা শুরু হয় এবং বিভিন্ন রকম রীতিনীতির প্রচলন শুরু হয়।

সুষ্ঠুভাবে পূজা অর্চনার জন্য বহু মন্দির নির্মাণ করা হয়। সেন রাজারা অতিমাত্রায় হিন্দুধর্মের প্রতি অনুরক্ত হয়ে পড়ে। বিশেষ করে লক্ষ্মণ সেনের সময় হিন্দুধর্মের ব্যাপক প্রসার লাভ করে ।

উপসংহর : পরিশেষে বলা যায় যে, পাল শাসন আমলে যেমন বৌদ্ধধর্ম ব্যাপক প্রসার লাভ করেছিল ঠিক তেমনি সেন শাসন আমলে হিন্দুধর্মও ব্যাপক প্রসার লাভ করেছিল। 

এর পিছনে অন্যতম একটি দিক হলো বৌদ্ধধর্মের বিকাশে পাল শাসকদের পৃষ্ঠপোষকতা আর হিন্দুধর্ম বিকাশে সেন শাসকদের পৃষ্ঠপোষকতা। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ