এমিল ডুর্খেইমের পরিচয় দাও । এমিল ডুর্খেইম কে ছিলেন

এমিল ডুর্খেইমের পরিচয় দাও । এমিল ডুর্খেইম কে ছিলেন
এমিল ডুর্খেইমের পরিচয় দাও । এমিল ডুর্খেইম কে ছিলেন

এমিল ডুর্খেইমের পরিচয় দাও । এমিল ডুর্খেইম কে ছিলেন

উত্তর : ভূমিকা : মানবসভ্যতার ক্রমবিকাশের ফলে মানুষের জীবনে যেমন সরল থেকে জটিল হয়েছে তেমনি মানুষের পারস্পরিক সম্পর্কে এসেছে পরিবর্তন। 

সমাজের এ পরিবর্তনের ধারায় সৃষ্টি হয়েছে শাসক ও শোষক শ্রেণি। আর এ দাসত্ব থেকে মানুষকে মুক্তি দিতে আলোকবর্তিকা নিয়ে হাজির হয়েছেন এমিল ডুর্খেইম ।

এমিল ডুর্খেইমের পরিচয় : এমিল ডুর্খেইম ১৮৫৮ খ্রিস্টাব্দে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট সাইমন ও অগাস্ট কোঁৎ এর উত্তরসূরি ছিলেন। 

তিনি মন্টেস্কু, রুশো ও কান্ট দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। ডুর্খেইম বিশ্বাস করতেন যে, বিপ্লবে বা শ্রেণিসংগ্রামে নয় বরং সর্বজনীন সমঝোতায় সমাজের কল্যাণ নির্ভর করে। 

তিনি আরো বিশ্বাস করতেন, সামাজিক শান্তিতে কিন্তু সামাজিক সংগ্রামে বিশ্বাস করতেন না। তিনি যেসব গ্রন্থ রচনা করেছেন তাঁর মধ্যে The Division of Labour in Society ও Rules of Sociological Method বিশেষভাবে উল্লেখযোগ্য। 

ডুর্খেইম সামাজিক সংগঠনকে সমাজের একক হিসেবে বিবেচনা করেন। ব্যক্তিকে নিয়ে সমাজ গঠিত সমাজই ব্যক্তির রূপকার। 

ডুর্খেইম সমাজ বিষয়ক আলোচনায় তিনটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। বিষয়গুলো হলো 

i. সামাজিক ঘটনা, 

ii. যৌথ চেতনা ও 

iii. সংহতি। ১৯১৭ সালে এ সমাজবিজ্ঞানী মৃত্যুবরণ করেন ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, ডুর্খেইম সারাজীবন সমাজের কল্যাণের জন্য কাজ করে গেছেন। এজন্য বিশ্ববাসী তাকে আজীবন স্মরণ করবে । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ