সামাজিক বাস্তবতা কী । সামাজিক বাস্তবতার সংজ্ঞা দাও

সামাজিক বাস্তবতা কী । সামাজিক বাস্তবতার সংজ্ঞা দাও
সামাজিক বাস্তবতা কী । সামাজিক বাস্তবতার সংজ্ঞা দাও

সামাজিক বাস্তবতা কী । সামাজিক বাস্তবতার সংজ্ঞা দাও

উত্তর : ভূমিকা : সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম এর সামগ্রিক সমাজদর্শনে সামাজিক বাস্তবতা তত্ত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তার 'The Division of Labour in Society' নামক গ্রন্থে এ সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করেছেন। 

সামাজিক বাস্তবতা : সামাজিক বাস্তবতা বলতে কোন জনগোষ্ঠীর সমষ্টিগত চিন্তাচেতনা, প্রবণতা, রাজনীতি প্রভৃতিকে বুঝায় । সামাজিক বাস্তবতা ব্যক্তির চিন্তাচেতনার সামগ্রিক বহিঃপ্রকাশ।

প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী সামাজিক বাস্তবতাকে ভিন্ন ভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তাদের প্রদত্ত কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো :

Durkheim, "Social fact every way of acting fixed or not capable of exercising the individual an external constraints."

Nill J Smellser এর মতে, “সামাজিক বাস্তবতা এমন একটি প্রত্যয় যা ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল নয় যার কতকগুলো চাপসৃষ্টিকারী প্রবণতা রয়েছে ।”

R Fletcher, "Social facts are external to individuals constraining upon them and diffused through out society with a nature go beyond their individuals manifestation."

উপসংহার : পরিশেষে বলা যায় যে, সামাজিক বাস্তবতা বলতে জনগণের এমন চিন্তাচেতনার সমষ্টিকে বুঝি যার একটি চাপসৃষ্টিকারী প্রবণতা রয়েছে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ