বাংলার সামগ্রিক জীবনে মুর্শিদকুলি খানের রাজস্ব ব্যবস্থার প্রভাব সম্পর্কে লিখ

বাংলার সামগ্রিক জীবনে মুর্শিদকুলি খানের রাজস্ব ব্যবস্থার প্রভাব সম্পর্কে লিখ
বাংলার সামগ্রিক জীবনে মুর্শিদকুলি খানের রাজস্ব ব্যবস্থার প্রভাব সম্পর্কে লিখ

বাংলার সামগ্রিক জীবনে মুর্শিদকুলি খানের রাজস্ব ব্যবস্থার প্রভাব সম্পর্কে লিখ

  • অথবা, মুর্শিদকুলি খানের রাজস্ব ব্যবস্থার প্রভাব ব্যাখ্যা কর।

উত্তর : ভূমিকা : মুর্শিদকুলি খান বাংলার নবাবি বংশের প্রতিষ্ঠাতা। তার আগমন বাংলার শাসন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করে। তার রাজস্ব ব্যবস্থা অর্থনৈতিক ক্ষেত্রে আনয়ন করে সমৃদ্ধ।

→ মুর্শিদকুলি খানের রাজস্ব ব্যবসার প্রভাব : নিম্নে মুর্শিদকুলির রাজস্ব ব্যবস্থার প্রভাব সম্বন্ধে আলোকপাত করা হলো :

১. অর্থনৈতিক সংস্কারে ব্যয়সংকোচন নীতি : অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে তিনি প্রতিরক্ষা খাতেও রাজস্ব আদায় খরচ কমিয়ে রাজকোষের আয় বৃদ্ধি করেন ।

২. অবৈধ কর বিলোপ : তিনি বাংলার জমিদারদের রাজস্ব দপ্তরের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এনে সবরকম বেআইনি কর রহিত করেন ।

৩. প্রজাশোষণের অবসান : তার সংস্কারের ফলে প্রজারা পূর্ব এর সুবাদারি ও দেওয়ানি এ দ্বৈত শাসনের শোষণ থেকে জনগণকে মুক্ত করেন।

৪. রাজস্ব উন্নতি : তার প্রবর্তিত সংস্কারের ফলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে পূর্বে যেখানে ঘাটতি হতো, মালজামিনি ব্যবস্থা প্রচলনের পর সে ঘাটতি দূর হয়েও দেড় লক্ষ টাকা উদ্বৃত্ত থাকত। 

তিনি জমিদার ও ইজারাদারদের উপর একটা নতুন কর আরোপ করেন। যার নাম “আবওয়াব-ই-খাসনাবিল”। যেটা হতে ২,৫০,৮৭৫ টাকা আয় হতো ।

৫. সরকারের আয়বৃদ্ধি : তার রাজস্ব সংস্কারের ফলে সরকারের আয় বৃদ্ধি পায়। প্রতি বছর কেন্দ্রে ১ কোটি ৩০ লক্ষ টাকা পাঠাতে সমর্থ হন।

৬. নির্দিষ্ট রাজস্ব : ভূমি রাজস্ব আয় বাবদ তিনি প্রায় দেড়কোটি টাকা নির্ধারণ করতেন এবং তা নির্দিষ্ট হারে আদায় হতো। বাণিজ্য শুল্ক হতেও অনেক টাকা আয় হতো ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, তার রাজস্ব ব্যবস্থায় মুর্শিদকুলি খার সংস্কার ও মাল জামিনি ব্যবস্থার ফলে বাংলার আর্থিক অবস্থার উন্নতি ঘটে । কৃষি ক্ষেত্রে উন্নতি ও প্রচুর খাজনাও উদ্বৃত হয়। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ