বাংলায় পর্তুগিজদের উত্থান সম্পর্কে আলোচনা কর

বাংলায় পর্তুগিজদের উত্থান সম্পর্কে আলোচনা কর
বাংলায় পর্তুগিজদের উত্থান সম্পর্কে আলোচনা কর

বাংলায় পর্তুগিজদের উত্থান সম্পর্কে আলোচনা কর

উত্তর : ভূমিকা : বাংলায় বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের বণিকেরা বাণিজ্য করতে আসে। বাণিজ্য করতে এলেও তারা বাংলার সম্পদের লোভে এক সময় শাসন ক্ষমতা দখল করে।

এদের মধ্যে পর্তুগিজরা অন্যতম ছিলেন। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম পর্তুগিজরা বাংলা আগমন করেন।

→ পর্তুগিজদের উত্থান : পনেরো শতকের শুরু থেকেই পর্তুগিজরা বাণিজ্যের জন্য দুঃসাহসিক সামুদ্রিক অভিযান করেন । ১৪৯৮ সালে ভাস্কো দ্যা গামার কালিকট বন্দরে পৌঁছার কয়েক দশক পরে বাংলায় পর্তুগিজদের আগমন ঘটে। 

পর্তুগিজরা ১৫১৬ সালে বাংলাদেশে প্রথম আগমন করে। কিন্তু প্রথম দুই দশক পর্যন্ত তারা এই দেশে স্থায়ীভাবে বসবাস করেনি। 

ভারতের পশ্চিম উপকূলবর্তী গোয়ায় তাদের সামরিক ঘাঁটি ছিল। মাহমুদ শাহ তখন বাংলার সুলতান। তার চিরশত্রু শেরশাহ। 

শেরশাহকে প্রতিরোধ করার জন্য মাহমুদ শাহ পর্তুগিজদের সাহায্য চান। সামরিক সাহায্যের বিনিময়ে মাহমুদ শাহ পর্তুগিজদের চট্টগ্রাম ও সাতগাঁ বন্দরে প্রচুর জমি দান করেন এবং সেখানে বাণিজ্য কুটি স্থাপনের অধিকার দান করেন। 

পর্তুগিজরা মাহমুদ শাহের পক্ষে যুদ্ধ করে শেরশাহের নিকট পরাজয় বরণ করেন। শেরশাহ পর্তুগিজদের এ দেশ থেকে বিতাড়িত করেন। 

কিন্তু মুঘল শাসন পুনঃপ্রতিষ্ঠার পর পর্তুগিজরা এই দেশে বসবাস ও বাণিজ্য করার অধিকার ফিরে পায়। পর্তুগিজরা শীঘ্রই হুগলিতে তাদের বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন। 

হুগলি ধীরে ধীরে একটি সমৃদ্ধ শহর ও বাংলায় পর্তুগিজদের প্রধান বাণিজ্য কেন্দ্র হয়ে উঠে। অল্পদিনের মধ্যে ঢাকা, যশোর, বরিশাল প্রভৃতি স্থানে তাদের ব্যবসা-বাণিজ্য ব্যাপক বিস্তার লাভ করে। 

পর্তুগিজদের মধ্যে অনেকেই এদেশে বিবাহ করে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। এভাবে বাংলায় পর্তুগিজদের উত্থান ঘটে।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, পর্তুগিজদের এদেশে আগমনের মূল উদ্দেশ্য ছিল। তারা একটি ব্যবসায়িক জাতি হিসেবে বাংলায় আগমন করে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পেয়েছিল। পর্তুগিজদের অবস্থান বাংলায় বেশি দিন স্থায়ী হয়নি। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ