নবাব মুর্শিদকুলি খানের রাজস্ব ব্যবস্থার ফলাফল সংক্ষেপে আলোচনা কর

নবাব মুর্শিদকুলি খানের রাজস্ব ব্যবস্থার ফলাফল সংক্ষেপে আলোচনা কর
নবাব মুর্শিদকুলি খানের রাজস্ব ব্যবস্থার ফলাফল সংক্ষেপে আলোচনা কর

নবাব মুর্শিদকুলি খানের রাজস্ব ব্যবস্থার ফলাফল সংক্ষেপে আলোচনা কর

  • অথবা, নবাব মুর্শিদকুলি খানের রাজস্ব ব্যবস্থার ফলাফল কি ছিল?

উত্তর : ভূমিকা : মুর্শিদকুলি খানের একনিষ্ঠতা, কর্ম দক্ষতা ও আন্তরিকতার ফলে তার রাজস্ব ব্যবসা সফল হয়েছিল।

→ মুর্শিদকুলি খানের রাজস্ব ব্যবস্থার ফলাফল : নিম্নে এর ফলাফল আলোচনা করা হলো :

১. রাজস্বের উন্নতি সাধিত : মুর্শিদকুলি খানের মালজামিনী ব্যবস্থা প্রবর্তনের ফলে বাংলার রাজস্বের উন্নতি হয়। এর ফলে ঘাটতি পূরণ হয়েও ১ কোটি ৫০ লক্ষ টাকা উদ্বৃত্ত হয়। আর এ উদ্বৃত্ত রাজস্ব থেকে প্রতিবছর ১ কোটি ৩ লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারকে প্রদান করতেন।

২. দ্বৈত শাসনের অবসান : তাঁর নব প্রবর্তিত রাজস্ব ব্যবস্থার ফলে প্রজাদের উপকার হয়। কারণ ইতোপূর্বে জমিদারগণ রাজস্ব আদায়ের জন্য প্রজাদের উৎপীড়ন করতো। 

নতুন এ ব্যবস্থায় অতিরিক্ত কর নিষিদ্ধ থাকায় জমিদারগণ প্রজাপীড়ন করতে পারেননি। ফলে বাংলার প্রজারা দ্বৈতশাসনের মত অত্যাচার থেকে রক্ষা পায় ।

৩. ব্যবসা-বাণিজ্যের প্রসার : বাণিজ্য শুল্ক নির্দিষ্ট থাকায় মুর্শিদকুলি খানের সময় ব্যবসা-বাণিজ্যের যথেষ্ট উন্নতি সাধিত হয়। এর পরও মুর্শিদকুলি খান সব বেআইনি কর রদ করেন।

৪. নতুন জমিদারের সৃষ্টি : মুর্শিদকুলি খানের রাজস্ব নীতির ফলে অনেক পুরাতন জমিদার বিশেষত মুঘলমান জমিদার ধ্বংস হয়ে যায়। অন্যদিকে আমিন বা ইজারাদারদের সৃষ্টি করে তিনি এক নতুন শ্রেণির জমিদারী সৃষ্টি করেন ।

৫. হিন্দু-মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব : তিনি বাঙালি হিন্দুদেরকে রাজস্ব বিভাগের বিভিন্ন উচ্চপদে অধিষ্ঠিত করার ফলে তাদের মধ্য হতে এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব হয়। এ মধ্যবিত্ত শ্রেণি নবাবের অনুগত রাজা মহারাজা প্রভৃতি খেতাব লাভ করেন ৷

৬. বিবিধ : মালজামিনী প্রথায় উৎপীড়নমূলক ? নিষিদ্ধ থাকায় প্রজার রাজস্ব প্রদানের ক্ষমতা বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পায়, কৃষিক্ষেত্রে উন্নতি সাধিত হয় ফলে সরকারের আয় বৃদ্ধি পায় ৷ 

উপসংহার : পরিশেষে বলা যায় যে, মুর্শিদকুলি খানের রাজস্ব ব্যবস্থা মুঘলবংশের অন্তিমলগ্নে ধসে পড়া অর্থনীতিকে চাঙ্গা রূপদান করতে অনেক প্রেরণার উৎস ছিল। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ