ওপেনহাইমার কে ছিলেন । ওপেনহাইমারের পরিচয় দাও

ওপেনহাইমার কে ছিলেন । ওপেনহাইমারের পরিচয় দাও
ওপেনহাইমার কে ছিলেন । ওপেনহাইমারের পরিচয় দাও

ওপেনহাইমার কে ছিলেন । ওপেনহাইমারের পরিচয় দাও

  • অথবা, ওপেন হেইমার সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।

উত্তর : ভূমিকা : সমাজবিজ্ঞানে যেসব মনীষীর অবদান সর্বজনস্বীকৃত তার মধ্যে ওপেন হেইমার অন্যতম। মূলত তার লেখনীর মাধ্যমেই সমাজবিজ্ঞানে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত মতবাদ প্রতিষ্ঠা পেয়েছে। তার সংঘাত তত্ত্ব রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত অন্যতম মতামত ।

ওপেন হেইমার : ১৮৬৪ খ্রিস্টাব্দে ওপেন হেইমার জন্মগ্রহণ করেন। তিনি একজন সাংঘর্ষিক তাত্ত্বিক হিসেবে পরিচিত ছিলেন । তিনি যেসব গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে "The State" অন্যতম। 

এ গ্রন্থে তিনি রাষ্ট্র সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন। তার মতে রাষ্ট্র ন্যায়ভিত্তিক সুসংগঠিত প্রতিষ্ঠান। মানুষ সমাজে নৈরাজ্যকর রাষ্ট্রহীন সমাজে বসবাস করতো। 

সমাজে রাষ্ট্রবিহীন অবস্থায় মানুষ অর্থনৈতিক ও সামাজিক সমতার ভিত্তিতে বসবাস করতো যদিও সেখানে কারো কোন কর্তৃত্ব ছিল না ।

ওপেন হেইমার সর্বপ্রথম রাষ্ট্রকে ৬টি স্তরের আলোকে ভাগ করে এর স্তরগুলো আলোচনা করেন। তিনি আরো মনে করতেন রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে যুদ্ধের মাধ্যমে। 

নানা প্রতিষ্ঠান বিজিতদের ঘাড়ে চাপিয়ে দেয়া হতো আর এ দায়িত্ববোধ একসময় মানুষকে রাষ্ট্র গঠনে উদ্বুদ্ধ করেছিল।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, ওপেন হেইমার রাষ্ট্রকে বলপ্রয়োগ এর মাধ্যমে সৃষ্টি বলে বিশ্বাস করতেন। আর এ কারণে বর্তমানে প্রত্যেক দেশ তাদের নিরাপত্তা বজায় রাখার ব্যাপারে যথেষ্ট সচেতন ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ