রাজনৈতিক এলিট কি । রাজনৈতিক এলিট কাকে বলে

রাজনৈতিক এলিট কি । রাজনৈতিক এলিট কাকে বলে
রাজনৈতিক এলিট কি । রাজনৈতিক এলিট কাকে বলে

রাজনৈতিক এলিট কি । রাজনৈতিক এলিট কাকে বলে

  • অথবা, রাজনৈতিক এলিট বলতে তুমি কী বুঝ? 
  • অথবা, রাজনৈতিক এলিট বলতে কি বুঝ?

উত্তর : ভূমিকা : রাজনৈতিক সমাজবিজ্ঞানে এলিট একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। রাজনীতির সাথে সম্পৃক্ত এলিটকে রাজনৈতিক এলিট বলা হয় । প্যারোটো রাজনৈতিক এলিট সম্পর্কে আলোচনা করেছেন ।

রাজনৈতিক এলিট : প্যারোটো এলিটকে দু'ভাগে ভাগ করেছেন। যথা : ক. শাসক এলিট ও খ. অশাসক এলিট ।

ক. শাসক এলিট : যে এলিট শ্রেণি শাসনব্যবস্থার সাথে নিজেদের সম্পৃক্ত করেছেন তাদের শাসক এলিট বা রাজনৈতিক এলিট বলা হয় ।

প্রমাণ্য সংজ্ঞা : বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে এলিটের সংজ্ঞা দিয়েছেন। যেমন—

রাষ্ট্রবিজ্ঞানী লাসওয়েল বলেন, “রাজনৈতিক এলিট কোন রাষ্ট্রের ক্ষমতাধিকারীগণদের নিয়ে গঠিত হয়। ক্ষমতার অধিকার হলো যাদের যাতে রাষ্ট্রের শাসনভার অর্পিত হয়।”

বটোমোর বলেন, “রাজনৈতিক এলিট হলো সেই ব্যক্তিসমষ্টি যারা নির্দিষ্ট সময়ে রাষ্ট্রের ক্ষমতা চর্চা করে। সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে উচ্চমর্যাদা সম্পন্ন লোকদের তিনি এ পর্যায়ে ফেলেছেন।”

উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমাজব্যবস্থায় রাজনৈতিক এলিট একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে। যারা সমাজে উচ্চমর্যাদা ও ক্ষমতার অধিকারী এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণ, প্রণয়ন ও বাস্তবায়নের গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ