রাজনৈতিক বৈধতা কী । রাজনৈতিক বৈধতা কাকে বলে

রাজনৈতিক বৈধতা কী । রাজনৈতিক বৈধতা কাকে বলে
রাজনৈতিক বৈধতা কী । রাজনৈতিক বৈধতা কাকে বলে

রাজনৈতিক বৈধতা কী । রাজনৈতিক বৈধতা কাকে বলে

উত্তর : ভূমিকা : আধুনিক রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয় হলো বৈধতা। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র রাজনৈতিক অস্থিরতায় বৈধতার সংকট সৃষ্টি হয়। বৈধতার প্রশ্নটি শাসনব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত ।

রাজনৈতিক বৈধতা : বৈধতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ Legitimacy যার অর্থ হলো Lowfulness বা আইনসম্মত। সুতরাং বৈধতা হলো আইনসম্মতভাবে চলা বা নিয়মকানুন মেনে চলা। 

তবে বৈধতা শব্দটি রাষ্ট্রবিজ্ঞানে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে বৈধতা বলতে সরকারের সাংবিধানিক নিয়ম মেনে দেশের শাসনব্যবস্থা পরিচালনা করাকে বুঝায় ।

অধ্যাপক সাইফুল্লাহ ভূঁইয়া বলেছেন, “কোন দেশের সরকার যখন গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে গঠিত হয় এবং সেই সরকার ক্ষমতায় এসে সাংবিধানিক রীতিনীতি মেনে চলে তখন সে সরকারকে বৈধ সরকার বলা যায়।”

Legitimacy S. M. Lipset, "Legitimacy involves the capacity of the systems to engender and maintain the belief that existing political institution are most appropriate for the society."

উপসংহার : পরিশেষে বলা যায় যে, বৈধতা সরকারের ব্যবহারের দিক, বৈধতার মাধ্যমে সরকারের নৈতিক ভিত্তি সুদৃঢ় হয়। সরকার কি পরিমাণ দেশের প্রচলিত আইন মেনে চলছে তার উপর নির্ভর করে সরকারের বৈধতার পরিমাণ । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ