রাষ্ট্র কি । রাষ্ট্র কাকে বলে । রাষ্ট্রের সংজ্ঞা দাও

রাষ্ট্র কি । রাষ্ট্র কাকে বলে । রাষ্ট্রের সংজ্ঞা দাও
রাষ্ট্র কি । রাষ্ট্র কাকে বলে । রাষ্ট্রের সংজ্ঞা দাও

রাষ্ট্র কি । রাষ্ট্র কাকে বলে । রাষ্ট্রের সংজ্ঞা দাও

উত্তর : ভূমিকা : রাষ্ট্রকে কমবেশি সকল ব্যক্তিই সামাজিক বিজ্ঞান হিসেবে পাঠ করে সত্য কিন্তু সবাই আংশিকভাবে পাঠ করে। 

সমাজতত্ত্বের দৃষ্টিতে রাষ্ট্র হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। আধুনিক বিশ্বে নাগরিকদের সকল অধিকার ও কর্তব্য রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়।

রাষ্ট্র : রাষ্ট্র হচ্ছে সুনির্দিষ্ট জনসমষ্টির সমন্বয় যার একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে এবং একটি বৈধ সরকার দ্বারা এটি পরিচালিত ।

প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। 

নিম্নে তার কয়েকটি উল্লেখ করা হলো : 

রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের মতে, রাষ্ট্র হলো কতিপয় গ্রাম বা শহরের সমষ্টি যার নাগরিক আছে।” 

অধ্যাপক গেটেল বলেন, “রাষ্ট্র বলতে এমন একটি জনসমষ্টিকে বুঝানো হয় যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে সংগঠিত থাকে।” 

অধ্যাপক গার্নার বলেন, “নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী বৈধ জনসমষ্টির সমন্বয় হলো রাষ্ট্র।”

R. M. MacIver, "In the simpler societies, it is not appropriate to speak of a state. The political structure may be embymic or rudinentary.

ওপেন হেইমার রাষ্ট্রকে জীবদেহের সাথে তুলনা করেছেন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, রাষ্ট্র বলতে এমন সংগঠিত জনসমষ্টিকে বুঝানো হয় যারা নির্দিষ্ট ভূখণ্ডে একটি সরকারের অধীনে বসবাস করে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ