আসাবিয়া তত্ত্ব কি । আসাবিয়া তত্ত্ব সম্পর্কে কী জান

আসাবিয়া তত্ত্ব কি । আসাবিয়া তত্ত্ব সম্পর্কে কী জান
আসাবিয়া তত্ত্ব কি । আসাবিয়া তত্ত্ব সম্পর্কে কী জান

আসাবিয়া তত্ত্ব কি । আসাবিয়া তত্ত্ব সম্পর্কে কী জান

উত্তর : ভূমিকা : ইবনে খালদুন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে তাঁর বিখ্যাত গ্রন্থ 'আল মুকাদ্দিমায়' আলোচনা করেছেন। আর এ আলোচনায় তিনি রাষ্ট্রের উৎপত্তির জন্য আসাবিয়া বা গোত্র সংহতির উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।

আসাবিয়া তত্ত্ব : রাষ্ট্র ও শাসক সম্প্রদায়ের উত্থানপতন সম্পর্কে ইবনে খালদুন যে তত্ত্বের অবতারণা করেছেন তা আসাবিয়া তত্ত্ব নামে পরিচিত। 

আসাবিয়া শব্দটি আরবি শব্দ থেকে এসেছে। তার আভিধানিক অর্থ হলো সামাজিক বা গোত্র সংহতি ।

প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আসাবিয়াকে ভিন্ন ভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তাঁদের প্রদত্ত কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো :

রাজন সেল বলেন, গোত্রবদ্ধভাবে বসবাসকারী একটি দলের মিলিত ইচ্ছাশক্তিকে আমরা আসাবিয়া হিসেবে আখ্যায়িত করতে পারি।

অধ্যাপক টয়নবি বলেন, আসাবিয়া হলো দলের স্পিরিট বা সামাজিক কার্যকারণ যা নিজেদের মধ্যে প্রকাশ পায়। মুহসীন মাহাদী এর মতে, “ আসাবিয়া হলো দলের সদস্যদের একত্রে বসবাস করার ইচ্ছা।”

ইবনে খালদুন বলেন, “আসাবিয়ার মূল লক্ষ্য হলো সামাজিক সার্বভৌমত্ব। আসাবিয়া মানুষকে তার সর্বজনীন উদ্দেশ্য সাধনে ঐকবদ্ধ করে।”

উপসংহার : পরিশেষে আমরা একথা বলতে পারি যে, আসাবিয়া দলের বা সমাজের এমন এক স্পিরিট যার মাধ্যমে ঐ দলের সদস্যরা একত্রে বসবাস করে বা রাষ্ট্র গঠন করে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ