রূপান্তরিত সমাজের ৫টি বৈশিষ্ট্য উল্লেখ কর

রূপান্তরিত সমাজের ৫টি বৈশিষ্ট্য উল্লেখ কর
রূপান্তরিত সমাজের ৫টি বৈশিষ্ট্য উল্লেখ কর

রূপান্তরিত সমাজের ৫টি বৈশিষ্ট্য উল্লেখ কর

উত্তর : ভূমিকা : সমাজব্যবস্থা গতিশীল ও পরিবর্তনশীল এক সমাজব্যবস্থা থেকে অন্য সমাজের দিকে ধাবিত হওয়া সমাজের বৈশিষ্ট্য। 

সমাজব্যবস্থা গতিশীল ও গতিময়তার ফলে একের পর এক পরিবর্তিত হচ্ছে। আর এভাবে সমাজব্যবস্থা রূপান্তরিত সমাজব্যবস্থায় পরিণত হয়েছে।

নিম্নে রূপান্তরিত সমাজের প্রধান ৫টি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো : যেমন—

১. সামাজিক গতিশীলতা : রূপান্তরিত সমাজব্যবস্থায় সমাজগুলোতে ধর্মীয় বিশ্বাস, সনাতন মূল্যবোধ, শিক্ষার নিম্নহার, অসচেতনতা, রক্ষণশীলতা এবং অর্পিত গুণ নীতির কারণে সামাজিক গতিশীলতা এখনো নিম্ন পর্যায়ে রয়ে গেছে। 

২. মূল্যবোধ পরিবর্তন : সনাতন সমাজ ভেঙে পড়ার কারণে পরিবর্তনশীল সমাজে মূল্যবোধের পরিবর্তন হয়। মূল্যবোধের পরিবর্তন পরিবর্তনশীল সমাজের একটি অনন্য বৈশিষ্ট্য।

৩. সামাজিক মর্যাদা : আধুনিকতর সমাজের সংস্পর্শে আসার ফলে পরিবর্তনশীল সমাজের সামাজিক মর্যাদা এবং সাধারণভাবে রাজনৈতিক প্রভাবের চূড়ান্ত নির্ধারক হয়ে উঠে গুণাবলি ও দক্ষতা।

কিছুসংখ্যক ব্যক্তি নতুন নতুন দক্ষতায় প্রশিক্ষণ লাভ করে সাধারণত এরূপ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিগণ সনাতন সমাজে এলিট শ্রেণির অংশ হিসেবেই ছিলেন।

৪. বহুবিধ সামাজিক শ্রেণি : রূপান্তরিত সমাজের আরেকটি বৈশিষ্ট্য হলো বহুবিধ সামাজিক শ্রেণির উদ্ভব। সমাজ পরিবর্তনের সাথে সাথে নানাবিধ সামাজিক শ্রেণির সৃষ্টি হয়। যেমন- ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক, পেশাজীবী, শিল্পপতি ইত্যাদি ।

৫. গণতান্ত্রিক ভাবধারার বিকাশ : পরিবর্তনশীল সমাজে জনগণের মধ্যে গণতান্ত্রিক ভাবধারার বিকাশ সাধিত হয়। এসব পাশ্চাত্য গণতান্ত্রিক বিপ্লবী ভাবধারাগুলোর মধ্যে অন্যতম ছিল আইনের চোখে সকলে সমান, তাদের প্রতিভা বিকশিত করার সময় তাদেরকে সুযোগ প্রদান, এক ব্যক্তির এক ভোট ইত্যাদি ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, রূপান্তরিত সমাজব্যবস্থা হলো এমন একটি সমাজব্যবস্থা যেখানে পরিবর্তনের ধারা চলমান । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ