সনাতন সমাজের ৫টি বৈশিষ্ট্য উল্লেখ কর

সনাতন সমাজের ৫টি বৈশিষ্ট্য উল্লেখ কর
সনাতন সমাজের ৫টি বৈশিষ্ট্য উল্লেখ কর

সনাতন সমাজের ৫টি বৈশিষ্ট্য উল্লেখ কর

উত্তর : ভূমিকা : পুরাতন বিশ্বাস, মূল্যবোধ ও ধ্যানধারণা হলো সনাতন সমাজ। সনাতন সমাজে আধুনিকতার ছাপ পড়ে নি । পুরাতন সমাজ কাঠামো ও উৎপাদন ব্যবস্থা হলো সনাতন সমাজের অন্যতম বৈশিষ্ট্য ।

সনাতন সমাজ : সনাতন সমাজ হলো এমন একটি সমাজ কাঠামো যেখানে অনুন্নত সমাজ বা দেশে উৎপাদন উপকরণ এবং মাধ্যম পুরানো ও নিম্নমানের জনগোষ্ঠী দরিদ্র, যা দীর্ঘদিন ধরে বিরাজমান ।নিম্নে সনাতন সমাজের ৫টি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। যেমন-

১. সনাতন সমাজ হলো কাঠামোগতভাবে সহজসরল, কর্ম বিভাজন সরল এবং এটি অনেক সংহত ও ঐক্যবদ্ধ।

২. সনাতন সমাজ প্রথাভিত্তিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিষ্ঠিত ও প্রচলিত প্রথা বা রীতিনীতির ভিত্তিতে সংঘটিত হয়।

৩. সনাতন সমাজব্যবস্থায় ব্যক্তি ও মর্যাদা নির্ভর ও তা বংশানুক্রমকিভাবে স্থিরিকৃত ।

৪. সনাতন সমাজ পরিবর্তন বিমুখ । এখানে সৃজনশীলতা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা অনুপস্থিত, প্রযুক্তিও সীমিত ।  

৫. সনাতন সমাজের অর্থনীতি কৃষিনির্ভর। এখানে বিনিয়োগ সীমিত। সনাতন সমাজের কুটিরশিল্প ও ক্ষুদ্র শিল্পের উপস্থিতি দেখা যায়। শিল্প হলো শ্রমঘন ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, সনাতন সমাজগুলো স্তরায়িত আবদ্ধ সমাজ। এ সমাজ স্থবির এ সমাজে কুটির ও ক্ষুদ্র শিল্পের উপস্থিতি দেখা যায় । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ