শ্রেণি চেতনা কি । শ্রেণি চেতনার সংজ্ঞা দাও

শ্রেণি চেতনা কি । শ্রেণি চেতনার সংজ্ঞা দাও
শ্রেণি চেতনা কি । শ্রেণি চেতনার সংজ্ঞা দাও

শ্রেণি চেতনা কি । শ্রেণি চেতনার সংজ্ঞা দাও

  • অথবা, মার্কসের আলোকে শ্রেণি চেতনা ব্যাখ্যা কর।

উত্তরঃ ভূমিকা : সমাজ বিকাশের এবং সামাজিক পরিবর্তনের ইতিহাস পর্যালোচনা করে মহান দার্শনিক কার্ল- মার্কস যেসব তত্ত্ব প্রদান করেন তার মধ্যে শ্রেণি চেতনার তত্ত্ব অন্যতম। শ্রেণি চেতনা ছাড়া শ্রেণিসংগ্রাম সম্ভব হয় না।

শ্রেণি চেতনা : কার্ল মার্কস শ্রেণি চেতনা সম্পর্কে বলেছেন, "It is the sum of total these relation of production constrates the economic structure of society the real foundation on which rise legal and politial super structure and to which correspond definite forms of social consciouness."মার্কসের শ্রেণি চেতনা বুঝতে হলে নিম্নলিখিত প্রত্যয়গুলো আলোচনা করা আবশ্যক :

biswoll i. Class in itself : এ প্রত্যয়টি দ্বারা মার্কস সে শ্রেণিকে বুঝিয়েছেন তাদের মধ্যে শ্রেণি চেতনা নেই। অর্থাৎ যারা শ্রেণি সম্পর্কে অবগত নয়। তাদেরকে Class in itself বলা হয় ।

ii. Class for itself : মার্কস যেসব শ্রেণির মধ্যে শ্রেণি চেতনা রয়েছে তাদেরকে Class for itself বলে অভিহিত করেছন । অর্থাৎ এ প্রত্যয়টি দ্বারা মার্কস শ্রেণি চেতনা সম্পর্কে অবগত শ্রেণিকে বুঝিয়েছেন।

ii. Objective condition : যেসব শ্রেণি Objective condition সম্পর্কে সচেতন তারা শ্রেণি সম্পর্কে সচেতন। আর যেসব শ্রেণি বস্তুনিষ্ঠ অবস্থা সম্পর্কে অবগত নয় তারা শ্রেণি সম্পর্কে সচেতন নয়।

iv. Subjective condition : যেসব শ্রেণি Subjective condition বা মানসিক অবস্থা সম্পর্কে সচেতন নয় তারা শ্রেণি সম্পর্কে সচেতন হতে পারে না।

উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি, শ্রেণি চেতনা হলো একটি সার্বিক মানসিক প্রত্যয় বা প্রক্রিয়া প্রত্যেক মানুষ যেহেতু উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত সেহেতু প্রত্যক মানুষের মধ্যে শ্রেণি চেতনা বিদ্যমান রয়েছে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ