ভূমিকা কি । ভূমিকা কাকে বলে | ভূমিকা বলতে কি বোঝায়

ভূমিকা কি । ভূমিকা কাকে বলে
ভূমিকা কি । ভূমিকা কাকে বলে

ভূমিকা কি । ভূমিকা কাকে বলে

  • অথবা, ভূমিকার সংজ্ঞা দাও।

উত্তরঃ ভূমিকা : সামাজিক জীব হিসেবে মানুষকে নানাবিধ দায়িত্ব পালন করতে হয়। তবে সব ব্যক্তিকে একই দায়িত্ব পালন করতে হয় না। কেউ শিল্পকলায়, কেউ কৃষিতে, কেউবা শিল্পে দায়িত্ব পালন করে ।

ভূমিকা : সাধারণভাবে সমাজের অন্তর্ভুক্ত মানুষের বাঞ্ছিত দায়িত্ব পালন করার নামই হলো ভূমিকা। পদাধিকার বলে ব্যক্তির উপর স্থিরকৃত দায়িত্বগুলোই ভূমিকা ।

প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী ভূমিকা সম্পর্কে ভিন্ন ভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তার কয়েকটি দেয়া হলো :

Young and Mack 4, "A role is the function of a status.

লিনটন বলেছেন, “মযার্দার সাথে সম্পর্কিত অধিকার কর্তব্যই হলো ভূমিকা ।”

Lundbarg ভূমিকার সংজ্ঞায় বলেন, "A social role is a pattern of bahaviour expected of an individual in a certation group or sitution."

Kingsly Davis বলেন, “সামাজিক অবস্থান বা দায়িত্ব অনুযায়ী ব্যক্তিমানুষ যে কাজ করে সেটাই ভূমিকা।” 

উপসংহার : পরিশেষে বলা যায় ভূমিকা হলো সমাজস্থ মানুষের কাঙ্ক্ষিত বা বাঞ্ছনীয় আচরণ যা বিশেষ বিশেষ দায়িত্ব ও কর্তব্যের মাধ্যমে প্রতিফলিত হয়। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ