নব্য পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা কর। নব্য পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি লিখ

নব্য পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা কর। নব্য পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি লিখ
নব্য পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা কর। নব্য পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি লিখ

নব্য পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা কর। নব্য পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি লিখ

উত্তর : ভূমিকা : পরিবেশবাদ বা Environmentalism হলো একটি দর্শন, আদর্শ এবং সামাজিক আন্দোলন। এই আন্দোলন পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশের পারিপার্শ্বিক অবস্থার উন্নতি । 

এটি মানুষসহ পরিবেশে যে জীবসমূহ বাস করে তাদেরও অন্তর্ভুক্ত করে। এই পরিবেশবাদী আন্দোলনকে ঘিরে নব্য পরিবেশবাদের উত্থান।

— নব্যপরিবেশবাদী দৃষ্টিভঙ্গি : পরিবেশবাদ বা নব্যপরিবেশবাদ আন্দোলন প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ, সংস্কার এবং উন্নয়নকে বুঝায় । যেমন : পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা, গাছ ও জীবজন্তুর বৈচিত্র্যকে রক্ষা করা—

এই নব্য পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি মানুষ এবং বিভিন্ন প্রাকৃতিক বাস্তুসংস্থানে এর মধ্যে সম্পর্কের ভারসাম্য রক্ষা করে। 

Environmentalism বা পরিবেশবাদ প্রায় সময় ‘সবুজ রং’ কে প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করে। একজন পরিবেশবাদী (Environmentalist) হলেন সেই ব্যক্তি যিনি প্রাকৃতিক পরিবেশকে এর ব্যাপারে কথা বলেন এবং সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক পরিবেশের রক্ষার ব্যাপারে কথা বলেন। 

নব্য পরিবেশবাদী Ecosystem এবং Ecology এর বিষয়ে ব্যাপকভাবে পর্যালোচনা করে। নব্য পরিবেশবাদীদের দৃষ্টিভঙ্গি পরিবেশ সংরক্ষণ, সংস্কার ও উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ রাখেন ।

উপসংহার : New Environmentalism নব্য পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি বর্তমান যুগে খুবই আলোচিত ও সমালোচিত একটি বিষয় ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ