পরিবেশগত শরণার্থী কি । পরিবেশগত শরণার্থী সম্পর্কে তুমি কি জান

পরিবেশগত শরণার্থী কি । পরিবেশগত শরণার্থী সম্পর্কে তুমি কি জান
পরিবেশগত শরণার্থী কি । পরিবেশগত শরণার্থী সম্পর্কে তুমি কি জান

পরিবেশগত শরণার্থী কি । পরিবেশগত শরণার্থী সম্পর্কে তুমি কি জান

উত্তর : ভূমিকা : পরিবেশগত শরণার্থী বর্তমান বিশ্বে সবচেয়ে উদ্বেগজনক বিষয়। পরিবেশ বিপর্যয়ের কারণে ও জলবায়ু পরিবর্তনের কারণে নিজ বাসস্থান হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হওয়া মানুষদের পরিবেশগত শরণার্থী হিসেবে আখ্যায়িত করা হয়। 

বিশেষজ্ঞরা বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে আগামী ৪০ বছরে বাংলাদেশের দুই কোটি মানুষ উদ্বাস্তুতে পরিণত হবে।

→ পরিবেশগত শরণার্থী : Environmental refuges বা পরিবেশগত শরণার্থী বলতে যে সমস্ত মানুষ তাদের বাসস্থান হতে পরিবেশ বিপর্যয়ের কারণে জোরপূর্বকভাবে সাময়িক অথবা স্থায়ীভাবে বিতাড়িত হয় তাদেরকে বুঝায়।

'পরিবেশত শরণার্থী' বা Environmental refuges বিশেষণটি ১৯৭৬ সালে Lester Brown প্রথম ব্যবহার করেন। পরবর্তীতে বিশেষণটিকে "Environmental Migrant", "Forced Environmental Migrant", "Climate refuges", "Disaster Refuge" ইত্যাদি বলা হয় ।

International Organization for Migration প্রদত্ত সংজ্ঞানুযায়ী, "Environmental Migrants are persons or groups of persons who for compelling reasons of sudden or progressive changes in the environment that adversely affect their lives or living conditions are obliged to leave their habitual homes or choose to do so, either temporarily or permanently and who more either with in their country or abroad."

বিভিন্ন কারণে পরিবেশগত বিপর্যয় হতে পারে—

(ক) খরা;

(খ) মরুকরণ;

(গ) সাগরের তলদেশ স্ফীত হওয়া ;

(ঘ) ঋতুভিত্তিক জলবায়ু পরিবর্তন হওয়া; 

(ঙ) বন্যা:

(চ) প্রাকৃতিক দুর্যোগ যেমন- হেরিকেন, সুনামি, ভূমিকম্পন; 

(ছ) Deforestation (বন উজাড়) ও

(জ) উপকূলীয় ক্ষয় ।

ইত্যাদি কারণে বিপুল সংখ্যা মানুষ অন্য শহরে বা অন্য দেশে পাড়ি জমায় । তখন তাদের পরিবেশগত শরণার্থী বলা হয়। 

উপসংহার : পরিবেশ বিপর্যয় পরিবেশগত শরণার্থী সৃষ্টিতে মূল ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তন এর অন্যতম কারণ। যার শিকার হতে বাংলাদেশও রেহাই পাবে না। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ