রাজনৈতিক বিকেন্দ্রীকরণ কি । রাজনৈতিক বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝ
রাজনৈতিক বিকেন্দ্রীকরণ কি । রাজনৈতিক বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝ |
রাজনৈতিক বিকেন্দ্রীকরণ কি । রাজনৈতিক বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝ
উত্তর : ভূমিকা : যেকোনো দেশের সার্বিক উন্নয়নের জন্য বিকেন্দ্রীকরণের গুরুত্ব অনস্বীকার্য। অন্যদিকে, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও রাজনীতির মধ্যে গভীর সম্পর্ক বিরাজমান।
কেননা রাজনীতির মূল উদ্দেশ্য হলো প্রশাসনিক ক্ষমতা অর্জন করা, যা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রভাব বিস্তার করতে সহায়তা করে ।
রাজনৈতিক বিকেন্দ্রীকরণ : বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের কিছু ক্ষমতা কেন্দ্রের হাতে রেখে বাকি ক্ষমতা আঞ্চলিক রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে অর্পণ করা হয়।
কারণ কোনো কেন্দ্রে বা কেন্দ্রীয় সংস্থায় নিয়োজিত না থেকে বিভিন্ন অধস্তন সংস্থাসমূহে বা কেন্দ্র হতে প্রদেশ বা স্থানীয় বা আঞ্চলিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করা হলে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ নীতি প্রতিষ্ঠিত হয় ।
প্রামাণ্য সংজ্ঞা :
অধ্যাপক ফেয়ল (Prof. Fayol) এর মতে, “অধীনস্থ রাজনৈতিক নেতাদের দায়িত্ব ও কর্তব্যের গুরুত্ব বৃদ্ধি করাই রাজনৈতিক বিকেন্দ্রীকরণের উদ্দেশ্য।”
অধ্যাপক অ্যালেন রোজেনবাম (Prof. Allen Rosenbaum) এর মতে, “কেন্দ্র হতে প্রয়োগ করা সম্ভব এমন কর্তৃত্ব ছাড়া অপর সব কর্তৃত্বের সর্বনিম্ন স্তরে ভার অর্পণের নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ বলা হয়।”
উপসংহার : পরিশেষে বলা যায় যে, আঞ্চলিক ও স্থানীয় রাজনীতিবর্গের অধীনে প্রশাসনের দক্ষতা ও যোগ্যতা অর্জন একটি অন্যতম বিষয়।
রাজনৈতিক দলগুলো সমাজে বসবাসকারী জনগণের সমর্থন লাভের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করে এবং বৈধ ক্ষমতা চর্চা করে থাকে, যা রাজনৈতিক বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্য।