কবিতার উপাদান কী কী | কবিতা রচনার জন্য কোন বিষয়গুলো আবশ্যিক তা আলোচনা কর
কবিতার উপাদান কী কী | কবিতা রচনার জন্য কোন বিষয়গুলো আবশ্যিক তা আলোচনা কর
![]() |
| কবিতার উপাদান কী কী | কবিতা রচনার জন্য কোন বিষয়গুলো আবশ্যিক তা আলোচনা কর |
উত্তর : একটি সার্থক কবিতা সৃষ্টির জন্য বেশকিছু উপকরণ বা উপাদানের প্রয়োজন পড়ে। শব্দ নির্বাচন, নির্বাচিত শব্দাবলির অবশ্যম্ভাবী বাণী বিন্যাস, বাক্যগঠন, ছন্দ-চিত্রকল্প প্রতীক-অলংকার প্রভৃতির প্রাকরণিক চমৎকারিত্বে কবিতার রূপকলা গড়ে ওঠে। এ উপকরণগুলো কবিতা সৃষ্টিতে গুরুত্ব বহন করে। এ উপাদানগুলো নিম্নরূপ :
শব্দ : শব্দ কবিতার অপরিহার্য উপাদান এবং ভাব কল্পনা ও অর্থ ব্যঞ্জনার বাহন। বিচিত্র এবং বহুবিধ শব্দসম্ভার থেকে একটি অনিবার্য শব্দকে গেঁথে দেওয়া হয় কবিতার শরীরের সাথে।
ছন্দ : ছন্দ কবিতার বহিরঙ্গ বস্তু নয়, অন্তরঙ্গ প্রাণ। ছন্দ কবিতাকে তরঙ্গায়িত করে। কবিতা যথাযথ, সুষমামণ্ডিত ও চিত্তাকর্ষক হয়ে ওঠে ছন্দের যথাযথ ব্যবহারের ওপর। আবার ছন্দের অভাবে তা রসহীন হয়ে পড়ে। সুতারং ছন্দ কবিতার অপরিহার্য অঙ্গ হিসেবে বিবেচিত।
অলংকার : অলংকার একই সাথে কবিতার বহিরঙ্গের এবং অন্তরঙ্গে প্রাণ সঞ্চার করে। কবি সাহিত্যিকগণ যখন কবিতার বিষয়বস্তু বা ভাবকে কবিতায় প্রকাশ করে তখন তাকে উপমা, রূপক, অনুপ্রাস প্রভৃতির অলংকারের যথোপযুক্ত ব্যবহারে কবিতা হয়ে ওঠে হৃদয়গ্রাহী।
রস : রসের গুণেই কাব্য পাঠকের সুখপাঠ্য হয়ে ওঠে। কবিতা পাঠে পাঠকের মনে যদি বিচিত্র স্থায়ী রসের সমাগম ঘটে তবে তাকে সার্থক কবিতা হিসেবে বিবেচনা করা হয়।
চিত্রকল্প : চিত্রকল্পের গুণে সাধারণ কবিতা অসাধারণ হয়ে ওঠে। যে জগৎকে কল্পনা করা যায় না কিন্তু কবি কল্পনায় প্রকৃতি প্রাহ্য হয়ে ওঠে তাকেই চিত্রকল্প বলে ।
