লোকবল বাড়ুক আর না বাড়ুক আহার্যের অংশীদার বাড়ল হ্যারির এ কথার তাৎপর্য বিশ্লেষণ কর
লোকবল বাড়ুক আর না বাড়ুক আহার্যের অংশীদার বাড়ল হ্যারির এ কথার তাৎপর্য বিশ্লেষণ কর
![]() |
| লোকবল বাড়ুক আর না বাড়ুক আহার্যের অংশীদার বাড়ল হ্যারির এ কথার তাৎপর্য বিশ্লেষণ কর |
উত্তর নবাব সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনীর তাড়া খেয়ে কোম্পানির কিলপ্যাট্রিক ও তার দলবল ভাগীরথী নদীতে ভাসমান জাহাজে আশ্রয় নেয়। সকলের চরম দুর্ভোগ । নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে। দিনের পর দিন এক বেলা খেয়ে, প্রায়ই না খেয়ে, অহোরাত্র এক কাপড়ে মনুষ্যত্ব ঘোচবার যোগাড়।
খাবার প্রাপ্তির কোন সম্ভাবনা নেই। গোপনে চোরাপথে আসা সামান্য খাবার। এমতাবস্থায় মাদ্রাজ থেকে ফিরে কিলপ্যাট্রিক জানায় যে, নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে মাদ্রাজ থেকে দুশ' আড়াইশ' সৈন্য আসছে। ড্রেক ব্যতীত এ সংবাদে কেউই খুশি হয় নি।
কেননা আগন্তুকরা মূলত কোন শক্তি বৃদ্ধি করবে না; বরং তারা খাদ্য সংকট সৃষ্টি করবে। হ্যারির এ কথায় মূলত ইংরেজের সার্বিক দুরবস্থার স্বরূপ প্রকাশিত হয়েছে ।
