আরিফার আম্মা জায়নামাজে বসেই আরিফা ও রাবুকে কোন ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলেন?- তার বর্ণনা দাও
আরিফার আম্মা জায়নামাজে বসেই আরিফা ও রাবুকে কোন ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলেন?- তার বর্ণনা দাও।
![]() |
| আরিফার আম্মা জায়নামাজে বসেই আরিফা ও রাবুকে কোন ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলেন?- তার বর্ণনা দাও |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাস। আলোচ্য লাইনটিতে সৈয়দ বাড়ির মেয়ে দুটির চলাচলের দিকনির্দেশনা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আরিফা ও রাবু দুজনেই বেশ চঞ্চল।
গ্রামের নানা জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসত। কিন্তু সময়ের স্রোতে তারা বড় হতে থাকে। সৈয়দ বাড়ির সম্মান রক্ষার্থে তাই তাদের উপর বিধিনিষেধ নেমে আসে সৈয়দ বাড়ির গিন্নির। সৈয়দ গিন্নি রাবু আরিফাকে বলেছিল- তাদের টেনে চুল বাঁধতে হবে খোঁপা করে। এলোচুলে শয়তান ভর করে।
তাদের মাথায় ঘোমটা রাখতে হবে, বাড়ির বাইরে যাওয়া চলবে না। এমনকি বাইর বাড়ির বা কাছারি ঘরেও না। কথা বলতে হবে আস্তে আস্তে বাড়ির পুরুষরাও যেন শুনতে না পায়। আরো বলেছিল- চেচানোটা অসভ্যতা ছোটলোকরাই চেঁচায়। পরপুরুষদের সামনে বের হওয়া যাবে না, বাড়ির চাকরদের সামনেও না। কারণ রাবু ও আরিফা এখন 'বালেগা হয়েছে তাই। এই সকল ব্যাপারগুলো আরিফার আম্মা ও রাবুর জেঠিমা তাদের ভালো করে বুঝিয়ে দেয়; সৈয়দ বাড়ির সম্মান বজায় রাখতে।
