রঘুপতি ন্যায়-অন্যায় বিচারহীন, বিবেক বর্জিত, দাম্ভিক আত্মপ্রতিষ্ঠার অভিযান চালিয়েছে অক্লান্তভাবে আলোচনা কর
রঘুপতি ন্যায়-অন্যায় বিচারহীন, বিবেক বর্জিত, দাম্ভিক আত্মপ্রতিষ্ঠার অভিযান চালিয়েছে অক্লান্তভাবে আলোচনা কর
![]() |
| রঘুপতি ন্যায়-অন্যায় বিচারহীন, বিবেক বর্জিত, দাম্ভিক আত্মপ্রতিষ্ঠার অভিযান চালিয়েছে অক্লান্তভাবে আলোচনা কর |
উত্তর: রঘুপতি এক বিরাট শক্তির মূর্তিমান প্রতীক। অসাধারণ তার বুদ্ধি ও সাহস, অদ্ভুত তার উদ্দেশ্য সাধনে দৃঢ়চিত্ততা ও কর্মকৌশল। কেবল আত্মশক্তির উপর নির্ভর করে ধনজন বলহীন এই ব্রাহ্মণ রাজশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে।
তার অধিকার, তার একচ্ছত্রাধিপত্য হতে বিচ্যুত করার সমস্ত প্রচেষ্টা সে ব্যর্থ করবেই। তাতে তার সত্যমিথ্যা নেই, পাপপুণ্য জ্ঞান নেই, বিবেকের দংশন নেই। সে নক্ষত্র রায়কে বিদ্রোহী হতে প্ররোচিত করেছে, প্রতিমার মুখ ফিরিয়ে রেখে, সরল বিশ্বাসপরায়ণ প্রজাদিগকে উত্তেজিত করেছে।
প্রতিমার আড়ালে লুকিয়ে 'রক্তচাই' বলে চীৎকার করে দুর্বল চিত্ত জয়সিংহকে রাজহত্যায় নিয়োগ করেছে এবং শেষে নির্বাসন দত্ত পেয়েও চরম প্রতিশোধের আশায় কয়েকদিনের জন্য সময় ভিক্ষা চেয়েছে। প্রবল রাজশক্তির সাথে সে নানা ছলে ও বুদ্ধির কৌশলে অবিরাম যুদ্ধ করেছে। আত্মপ্রতিষ্ঠাই তার কাছে বড় কথা ন্যায়-অন্যায় বিবেক এসব তার কাছে অর্থহীন ।
