সৈরিন্ধ্রী কে তার পরিচয় দাও
সৈরিন্ধ্রী কে তার পরিচয় দাও
![]() |
| সৈরিন্ধ্রী কে তার পরিচয় দাও |
উত্তর :সৈরিন্ধ্রী সৈরিন্ধ্রী নবীন মাধবের উপযুক্ত সহধর্মিণীই। তার ভাগে দুঃখের অংশও কম নয়। তবে সে বিপদে ধৈর্যশীলা ও সকল বিষয়েই অত্যন্ত সংযত স্বভাবা।
কাহিনীর প্রথম পাদে যখন গোলকবসুর পরিবারের অন্তঃপুরের নিরুদ্বেগ জীবনের আসন্ন ছায়াপাত করে নি, তখন গৃহস্থ জীবনের এক অতি পরম রমণীয় বৈশিষ্ট্যে তার চরিত্র সুমিষ্ট। শ্বশুর-শাশুড়ির প্রতি শ্রদ্ধায়, স্বামীর প্রতি প্রেমে, জা-এর প্রতি স্নেহে অন্তঃকরণ এক অপূর্ব মহিমায় মণ্ডিত। বাইরের শত আঘাতেও সৈরিন্ধ্রীর অখণ্ড সৌন্দর্য বিনষ্ট হয় নি।
শ্বশুর গোলকবসু তাকে 'মা' সম্বোধন করত। শ্বশুরকে কারামুক্ত করতে সে তার সকল অলঙ্কার স্বামীর হাতে তুলে দিতে চায়। তার মতে- অলঙ্কারের চেয়ে শ্বশুর অনেক গুরত্বপূর্ণ।
পতিপ্রাণগতা সৈরিন্ধ্রী নিজের জীবনের বিনিময়েও স্বামীর মুখে হাসি ফোটাতে চায়। তার সোনার সংসার, দশরথের মত শ্বশুর, কৌশল্যার মত শাশুড়ি, রামের মত স্বামী, লক্ষণের মত দেবর, ঊর্মিলার মত জা- সবই শেষ হয়ে গেল নীলকরের করাল গ্রাসে।
