সিরাজউদ্দৌলা কোন অভিযোগে ওয়াটসকে অভিযুক্ত করেছেন

সিরাজউদ্দৌলা কোন অভিযোগে ওয়াটসকে অভিযুক্ত করেছেন

সিরাজউদ্দৌলা কোন অভিযোগে ওয়াটসকে অভিযুক্ত করেছেন

                               সিরাজউদ্দৌলা কোন অভিযোগে ওয়াটসকে অভিযুক্ত করেছেন



উত্তর:দেশপ্রেমিক, প্রজাবৎসল নবাব সিরাজের মূল প্রত্যয় তার জনগণের শান্তিময় জীবন। কিন্তু কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যে তা সম্ভব হয় নি। তাই প্রকাশ্য দরবারে নবাব ওয়াটসকে ডেকে তার কৃতকর্মের জন্য তাকে অভিযুক্ত করেছেন।

 জনৈক গ্রামবাসী অল্পমূল্যে কোম্পানির প্রতিনিধির কাছে লবণ বিক্রি করে নি বলে কোম্পানির লোকজন তার বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে, পাঁচ-ছয়জন মিলে তার সন্তান-সম্ভবা স্ত্রীর ওপর বলাৎকার করে তাকে হত্যা করেছে। 

ক্ষোভে-দুঃখে-যন্ত্রণায় নবাব ক্ষিপ্ত হয়ে নিরীহ প্রজার ওপর বীভৎস অত্যাচারের কারণে ওয়াটসকে অভিযুক্ত করেছেন এবং তার কাছে এহেন জুলুমের কৈফিয়ত তলব করেছেন। তারা ট্যাক্স দিয়ে বাণিজ্যের সুযোগ পেয়েছে কিন্তু বাংলার জনগণের ওপর অত্যাচার করার লাইসেন্স তাদের দেওয়া হয় নি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ