সৈয়দ শিল্পীর (বড়) পরিচয় দাও

  সৈয়দ শিল্পীর (বড়) পরিচয় দাও ।
সৈয়দ শিল্পীর (বড়) পরিচয় দাও
  সৈয়দ শিল্পীর (বড়) পরিচয় দাও

উত্তর : শহীদুল্লা কায়সার রাচিত সংশপ্তক উপন্যাসে বড় সৈয়দ সাহেবের স্ত্রী (ফেলু মিঞার বোন) বাকুলিয়া সৈয়দ বাড়ির অধিকারী-আরিফা, জাছেন, রাশেদের মা। 

স্বামী পদস্থ রাজকর্মচারী, কলকাতাস্থ পার্ক স্ট্রিটের নিজস্ব বাড়িতে আবাসিক। যে জন্য বাকুলিয়ার লুপ্ত অবশিষ্ট জমিদারির ছোট হিস্যা এবং বড় হিস্যার যৌথভাবে) যাবতীয় স্থাবর-অ একমাত্র তত্ত্বাবধায়িকা, ২য় বিশ্বযুদ্ধ আরম্ভের পূর্ব পর্যন্ত বাকুলিয়াবাসিনী, পটের প্রাথমিক, প্রারম্ভিক একতৃতীয়াংশ অবধি। 

পরতঃ কলকাতা হয়ে স্বাধীনতা ও দেশ-বিভাগ-পর এক্সচেঞ্জ ঢাকার শান্তিনগরের বাড়ি পর্যন্ত চরিত্র পরি আখ্যানের আরম্ভ থেকে প্রায় শেষ পর্যন্ত এ চরিত্রটি প্রসরমান, ব্যক্তিত্বের গুরুত্বের সবিশেষ গুরুত্বপূর্ণ, তথাপিও নাটকীয় বিবাহে নারীত্ব আঘাতপ্রাপ্ত এবং বিদ্রোহের সুর মৃদু স্পন্দিত। যেমন স্বল্পরেখ তেমনি কিছুটা একরৈখিক, চরিত্রটিতে জাহেদ বাবু (প্রেম) সা তবে বৃদ্ধ পীরের সাথে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ