আদুরীর পরিচয় তুলে ধর

আদুরীর পরিচয় তুলে ধর

আদুরীর পরিচয় তুলে ধর
আদুরীর পরিচয় তুলে ধর

উত্তর :আদুরী নিম্ন শ্রেণির স্ত্রী চরিত্রের মধ্যে গোলকবসুর গৃহপরিচারিকা আদুরী অন্যতম প্রধান চরিত্র। 'নীল দর্পণ' নাটকে নিরবচ্ছিন্ন কারুণ্যের নীরস মরুভূমিতে আদুরীর পরিহাস রসিক তাই হাস্যরসের স্ফুরণ ঘটেছে। আদুরীর চরিত্র মূল কাহিনীর অন্তর্ভুক্ত নয়।

নাটকে আসন্ন বিষাদের পটভূমিতে দাঁড়িয়ে আদুরী হাস্যরস সৃষ্টি করে গেছে, কিন্তু গোলকসুর পরিবার বিষাদে আচ্ছন্ন হলে আদুরীকে মাত্র একবার দেখা যায়- সে আদুরী আর নেই, সে মরেছে। কেননা পরিহাস রসিকতাই তার চরিত্রের মৌল অভিপ্রায় হাস্য পরিহাসহীন আদুরী যেন প্রথমবার আদুরীর ছায়া মাত্র। আদুরী চরিত্রের সংলাপ আদুরীকে পূর্ণ চরিত্র দান করেছে।


আদুরী : “মা ঠাকরুণ যে বক্‌তি লেগেচে, কত বেলা হলো আপনারা নাবা খাবা করবেন না? ভাত শুকয়ে যে চাল হইয়ে গেল।” মূলত আদুরীর মুখের এই ভাষাই তাকে পরিপূর্ণতা দিয়েছে। আদুরীর মুখে এ ভাষা না দিলে আদুরী চরিত্র অর্ধেক হয়ে যেত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ