আজি হৈতেঁ চন্দ্রাবলি হৈল তোর দাসী কে কার দাসী হইল সংক্ষেপে লেখ
আজি হৈতেঁ চন্দ্রাবলি হৈল তোর দাসী কে কার দাসী হইল সংক্ষেপে লেখ
অথবা, রাধা কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করে কী কথা বলেছিল সংক্ষেপে আলোচনা কর।
![]() |
আজি হৈতেঁ চন্দ্রাবলি হৈল তোর দাসী কে কার দাসী হইল সংক্ষেপে লেখ |
উত্তর : কৃষ্ণ অঙ্গীকার করে যে, সে রাধার কথা অবশ্যই পালন করবে। বড়ায়ির মুখে কৃষ্ণের এই কথা শুনে রাধা কৃষ্ণকে মধুর বাক্য বলে। রাধা কৃষ্ণকে বলে যে তার বিরহে সে ব্যাকুল। সে কারণে সে কৃষ্ণের বাঁশি চুরি করেছিল।
কৃষ্ণ বলে যে রাধা নিজ দোষে বিরহে আকুল হয়েছে, রাগ করে বাঁশি চুরি করেছে। রাধা যাতে কৃষ্ণের অখ্যাতি না করে সেজন্য কৃষ্ণ তাকে বিরহ দুঃখ দিয়েছে। রাধা তখন বলল, যে কারণে সে কৃষ্ণের অখ্যাতি করেছে সে কারণে বিরহ অনলে পুড়ে মরেছে।
কৃষ্ণ বলে যে, রাধার প্রতি তার কোনো রোষ নেই। সে যেন কারো কথায় কৃষ্ণের প্রতি কখনো রাগ না করে। এখন বাঁশি ফেরত দিয়ে রাধা যেন কৃষ্ণের মন প্রসন্ন করে। রাধা বলল যে, সে কৃষ্ণের প্রতি খুশি। যখন সে বিরহে আকুল হয়ে কৃষ্ণের দাসী কৃষ্ণকে চাইবে তখন কৃষ্ণ যেন নির্বিচারে চলে আসে। রাধা বাঁশি ফেরত দিয়ে বলল যে, আজ হতে সে চন্দ্রাবলী হল ।
নিজেকে রাধা কৃষ্ণের পায়ে সমর্পণ করল । কৃষ্ণ তাকে ক্ষমা করে দিয়ে বাঁশি নিয়ে আনন্দিত মনে ঘরে ফিরে গেল । এভাবে কৃষ্ণ প্রাণপতা রাধার সমর্পণ চিত্ততার প্রকাশ পেল ।