এই ভিক্ষা মাগে তব কাছে—তিষ্ঠ তুমি সসৈন্য এদেশে সপ্তদিন, বৈরিভাব পরিহার, রথি। ব্যাখ্যা কর ।

এই ভিক্ষা মাগে তব কাছে—তিষ্ঠ তুমি সসৈন্য এদেশে সপ্তদিন, বৈরিভাব পরিহার, রথি।  ব্যাখ্যা কর ।
এই ভিক্ষা মাগে তব কাছে—তিষ্ঠ তুমি সসৈন্য এদেশে সপ্তদিন, বৈরিভাব পরিহার, রথি।  ব্যাখ্যা কর ।
এই ভিক্ষা মাগে তব কাছে—তিষ্ঠ তুমি সসৈন্য এদেশে সপ্তদিন, বৈরিভাব পরিহার, রথি।  ব্যাখ্যা কর ।

উত্তর শক্তিশালী লঙ্কারাজ রাবণ একে একে দুই পুত্র ও ভাই কুম্ভকর্ণকে হারিয়েছে। লক্ষ্মণকে বধ করার পরও দেব আশীর্বাদে লক্ষ্মণ বেঁচে যায়।
 
রাবণের জনক্ষয় ও বলক্ষয় হয়েছে, তবুও সে শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে চায়। কিন্তু তার পুত্র মেঘনাদের অন্ত্যেষ্টিক্রিয়া করার কারণে রাবণ রাঘবশ্রেষ্ঠ রামের কাছে এই প্রার্থনা জানিয়ে দূত পাঠায় যে, রাম যেন এক সপ্তাহের জন্য রাবণের সাথে যুদ্ধ বন্ধ রাখে।
 
কেননা রাবণ তার পুত্রের সংক্রিয়া করতে চায়। রাবণের বিশ্বাস যে, যে বীরের কারণে আজ লঙ্কা বীরশূন্য সে রাঘবশ্রেষ্ঠ অবশ্যই যুদ্ধরীতি মেনে চলবে এবং রাবণের শেষ ইচ্ছা পূরণ করবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ