বড়বাবু পরের জাত, কি কলাম, কেন এনেলাম, বড় সাধে সাদ দেবে ভেবেলাম ব্যাখ্যা কর

বড়বাবু পরের জাত, কি কলাম, কেন এনেলাম, বড় সাধে সাদ দেবে ভেবেলাম ব্যাখ্যা কর

বড়বাবু পরের জাত, কি কলাম, কেন এনেলাম, বড় সাধে সাদ দেবে ভেবেলাম ব্যাখ্যা কর
বড়বাবু পরের জাত, কি কলাম, কেন এনেলাম, বড় সাধে সাদ দেবে ভেবেলাম ব্যাখ্যা কর

উত্তর: স্বরপুর গ্রামের সাধারণ কৃষক সাধুচরণ। তার মাত্র দেড়খানা লাঙল । তাতে নীলকর নয় বিঘা জমিতে নীল চাষের নির্দেশ দিয়েছে। সাধুচরণ সম্মত না হওয়ায় তাকে তার বাড়ি হতে ধরে আনতে গিয়ে রোগ সাহেব সাধুচরণের বিবাহিতা মেয়ে ক্ষেত্রমণিকে দেখে।

 লম্পট রোগ ক্ষেত্রমণিকে পেতে চায়। সদ্য বিবাহিতা ক্ষেত্রমণি সন্তানসম্ভবা। সাধ ভঞ্জনের জন্য তাকে শ্বশুরালয় থেকে পিত্রালয়ে আনা হয়েছে। নীলকরেরা লোকের জমি কেড়ে নিছে, ধান কেড়ে নিছে, লাঠির আগায় নীল বুনিয়ে নিছে কিন্তু এতকিছু করেও তাদের সাধ মিটছে না।

 বাংলার কৃষক কন্যাদের ভোগের নেশায়ও তারা উন্মত্ত। পদী ময়রানীর সহযোগিতায় লাঠিয়াল দিয়ে ক্ষেত্রমণিকে নীলকর ধরে নিয়ে যায়। তার মা নবীনমাধবের কাছে এসে কান্নাকাটি করছে। পরের বাড়ির বৌ এনে কী না সর্বনাশের মধ্যে পড়ল। এখন ভাবছে ক্ষেত্রমণিকে না আনাই ভাল ছিল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ