“আপনি নিয়েছে যারে বিশ্বমাতা, তার তরে ক্রন্দন কিশোভা পায় বিশ্বমাতা কার কী নিয়েছে আলোচনা কর
“আপনি নিয়েছে যারে বিশ্বমাতা, তার তরে ক্রন্দন কিশোভা পায় বিশ্বমাতা কার কী নিয়েছে আলোচনা কর
![]() |
| “আপনি নিয়েছে যারে বিশ্বমাতা, তার তরে ক্রন্দন কিশোভা পায় বিশ্বমাতা কার কী নিয়েছে আলোচনা কর |
উত্তর রঘুপতি কালীর উপাসক। প্রতিবছর কালীর পূজায় শত শত পশু হত্যা করা হয় কালীর সন্তুষ্টি সাধনে। দরিদ্র কন্যা অপর্ণা দুটি ছাগশিশুকে সন্তানতুল্য যত্নে গড়ে বেড়ে তুলেছে।
অপর্ণার অনুপস্থিতিতে তার ছাগশিশু ধরে এনে বলি দেওয়া হয়। অপর্ণা এসে ঋষিরাজ গোবিন্দমাণিক্যের কাছে সন্তান হারানোর বেদনা জানায়। রাজা গোবিন্দমাণিক্য মন্দিরের সেবক রঘুপতির যোগ্য শিষ্য জয়সিংহকে এ বিষয়ে প্রশ্ন করেন।
জবাবে জয়সিংহ বলেছে যে- কোথা থেকে বলির পশু সংগ্রহ করে আনে অনুচরগণ তা সে জানে না। অপর্ণাকে সান্ত্বনা দিতে দেবীভক্ত জয়সিংহ অপর্ণাকে বলেছে যে, যিনি জগতের মাতা, প্রাণদায়িনী তিনি নিজ হাতেই সন্তান কেড়ে নিয়েছেন, তার জন্য অপর্ণার কান্নাকাটি না করাটাই উচিত। তাহলে জগত্মাতা কষ্ট পাবেন ।
