অপর্ণাই বিসর্জন নাটকের মূল দ্বন্দ্বের কারণ' কীভাবে
অপর্ণাই বিসর্জন নাটকের মূল দ্বন্দ্বের কারণ' কীভাবে
![]() |
অপর্ণাই বিসর্জন নাটকের মূল দ্বন্দ্বের কারণ' কীভাবে |
উত্তর: নিঃসন্তান রানী গুণবতীর সন্তান কামনার মধ্যে যে সত্যের আভাস তা পূর্ণ ও প্রবল প্রতিবাদরূপে আবির্ভূত হয় অপর্ণার মধ্যে। অপর্ণা রাজার কাছে তার সন্তানতুল্য ছাগশিশু বলির বিচার দাবি করে। অপর্ণার ছাগশিশুর বলিই বিসর্জন নাটকে বিরোধের বীজ।
এ বীজ প্রথম অঙ্কুরিত হয় রাজার মনে। জয়সিংহের প্রশান্ত নিস্তরঙ্গ মনেও তরঙ্গের সৃষ্টি করে। এক নতুন বৈদ্যুতিক আলোয় জয়সিংহ তার ভেতরকে দেখতে পায়। সৃষ্টি হয় সমস্যার। ধর্মের বাহ্য অনুষ্ঠান সত্য, না মানুষের হৃদয়ধর্ম সত্য? রঘুপতি সত্য না অপর্ণা সত্য? অপর্ণার দ্বারা রোপিত এ বীজের কারণে রঘুপতির মধ্যে রাজার বিরুদ্ধে বিরোধ ঘনীভূত হয়।
জয়সিংহ গভীর সংকটে পতিত হয়। এ সংকট উৎরাতে তাকে আত্মবিসর্জন দিতে হয় । ফলে অপর্ণাই 'বিসর্জন' নাটকের মূল দ্বন্দ্বের কারণ।