আমাদের মাঝখানে একটি রাজত্বের দেয়াল মাঝে মাঝে ভেবেছি এই বাধা যদি দূর হয়ে যেত এ বাক্যের তাৎপর্য ব্যাখ্যা কর

আমাদের মাঝখানে একটি রাজত্বের দেয়াল মাঝে মাঝে ভেবেছি এই বাধা যদি দূর হয়ে যেত এ বাক্যের তাৎপর্য ব্যাখ্যা কর 
আমাদের মাঝখানে একটি রাজত্বের দেয়াল মাঝে মাঝে ভেবেছি এই বাধা যদি দূর হয়ে যেত এ বাক্যের তাৎপর্য ব্যাখ্যা কর
আমাদের মাঝখানে একটি রাজত্বের দেয়াল মাঝে মাঝে ভেবেছি এই বাধা যদি দূর হয়ে যেত এ বাক্যের তাৎপর্য ব্যাখ্যা কর

উত্তর: মাত্র ক'দিনের নবাবি সিরাজের। কিন্তু সিরাজ ক্লান্ত পরিশ্রান্ত। চারদিকে স্বার্থপরতা, লোভ, ষড়যন্ত্র। দেশপ্রেমিক সিরাজ দেশ ও জনগণের কল্যাণের জন্য সক্রিয় কিন্তু প্রতিপদে বাধা। রাজ্যের কল্যাণে সিরাজ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর, এমন কি তার বড় খালা ঘসেটির প্রতিও। 

নবাবপত্নী লুৎফা রাজনীতির কথা না জেনে না বুঝে স্বামীকে অভিযুক্ত করে। সিরাজ ব্যথিত হয়। প্রিয়তম পত্নীর কাছে অসহায় সিরাজ নিজেকে উন্মুক্ত করে। তার চারদিকে দেয়াল আর দেয়াল। এসব প্রতিবন্ধক লঙ্ঘন করার শক্তি যেন ক্রমশ তিনি হারিয়ে ফেলছেন।

 অমাত্য আর নিজের মধ্যে, দেশের শাসন ব্যবস্থা আর দেশ শাসনের মধ্যে, নিজের চিন্তা আর কাজের মধ্যে, স্বপ্ন আর বাস্তবে এবং অদৃষ্ট আর কল্যাণের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য প্রতিবন্ধক। কোনটা তিনি গুঁড়িয়ে দিচ্ছেন কোনটা বা অতিক্রম করে চলেছেন কিন্তু ঢেউয়ের ওপর ঢেউ-এর মত প্রতিবন্ধকতার শেষ নেই। 

সিংহাসনে বসার পর থেকে সংগ্রাম করে করে তিনি শান্ত। কোম্পানির সৈন্য সিরাজের বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করছে; তার অমাত্যবর্গ বেঈমান। ধর্মের নামে শপথ করেও তারা ষড়যন্ত্রে লিপ্ত ।

এই সংকট ও দুর্যোগময় অবস্থায় লুৎফা সিরাজকে কিছুদিন অন্তঃপুরে তার স্নেহছায়ায় বিশ্রাম নিতে বলে। প্রিয়তমার কাছে বহুদিন আসতে না পারার অপরাধ অকপটে স্বীকার করেও সিরাজ নিরুপায়। সিরাজ ও লুৎফার মাঝখানেও দাঁড়িয়ে আছে দেয়াল। 

সিরাজের মন চায় গৃহস্থের শান্তিময় নিভৃত সংসার। কিন্তু অদৃষ্ট তাদেরকে এ মধুময় প্রাপ্তি থেকে বঞ্চিত করেছে। মূলত সিরাজ নবাব হলেও তার অন্তর্জগতের প্রকৃত পরিচয় এখানে ফুটে উঠেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ