চর্যাপদ গ্রন্থখানিতে কতজন পদকর্তার কতটি পদ আছে পদকর্তাদের নাম কী

  'চর্যাপদ' গ্রন্থখানিতে কতজন পদকর্তার কতটি পদ আছে? পদকর্তাদের নাম কী?
'চর্যাপদ' গ্রন্থখানিতে কতজন পদকর্তার কতটি পদ আছে? পদকর্তাদের নাম কী?
 'চর্যাপদ' গ্রন্থখানিতে কতজন পদকর্তার কতটি পদ আছে? পদকর্তাদের নাম কী?

উত্তর: বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ গ্রন্থে ২৪ জন কবির ৫০টি পদ

রয়েছে। তার মধ্যে ২৫ নং পদটি খণ্ডিত এবং ৪৮ নং পদের মূল পাঠ পাওয়া যায় নি। পদকর্তাদের নাম-

লুইপা (চর্যা-১, ২, ৯)

২। কুকুরীপা (চর্যা-২, ২০, ৪৮ মূল পাঠ পাওয়া যায় নি) 

৩। বিরুবাপা (চর্যা-৩) 

৪|গুণ্ডরীপা (চর্যা-৪)

৫। চাটিলপা (চর্যা-৫)

৬। ভুসুকুপা (চর্যা-৬, ২১, ২৩, ২৭, ৩০, ৪১, ৪৩, ৪৯) 

৭|কাহ্নপা (চর্যা-৭, ৯, ১০, ১১, ২৪, ৩৬, ৪০, 82 )

৮|কম্বলাম্বর পা (চর্যা-৮)

৯। কৃষ্ণপা (চর্যা-১২, ১৩, ১৯)

১০। ডোম্বীপা (চর্যা-১৪)

১১। শান্তিপা (চর্যা-১৫, ২৫ ( খণ্ডিত), ২৬)

১২। মুহীধরপা (চর্যা-১৬)

১৩। বীণাপা (চর্যা- 19 )

 ১৪। কৃষ্ণবস্ত্রপা (চর্যা-১৮)

১৫। সরহপা (চর্যা-২২, ৩২, ৩৮, ৩৯) 

১৬। সবরপা (চর্যা-২৮, ৫০)

 ১৭। আর্যদেবপা (চর্যা-৩১)

 ১৮। ঢেন্টনপা (চর্যা-৩৩)

 ১৯। দারিকপা (চর্যা-৩৪) 

২০। ভাদেপা (চর্য্য-৩৫) 

২১। তাড়কপা (চর্যা-৩৭)

 ২২। কঙ্কনপা (চর্যা-88)

 ২৩। জয়নন্দীপা (চর্যা-৪৬)

 ২৪। ধামপা (চর্যা 89 ) (চর্যা-৪৭)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ