গোলকবসুর সংক্ষিপ্ত পরিচয় দাও
গোলকবসুর সংক্ষিপ্ত পরিচয় দাও
![]() |
| গোলকবসুর সংক্ষিপ্ত পরিচয় দাও |
উত্তর :স্বরপুর গ্রামের একজন সম্ভ্রান্ত গৃহস্থ গোলকবসু। তার যে জমিজমা, পুকুর ও বাগান আছে তাতে কখনও অপরের ওপর নির্ভর করতে হয় না, বরং সে অন্যদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে।
তার স্ত্রী, দুই পুত্র, দুই পুত্রবধূ, পৌত্র— সব মিলে সোনার সংসার। ছোট ছেলে বিন্দু মাধব কলকাতায় পড়াশুনা করে। বড় ছেলে নবীন মাধব
কৃষি কাজ দেখাশোনা করে। সে অত্যন্ত নিরীহ ও ধর্মপরায়ণ সৎকায়স্থ সন্তান। কিন্তু তার পরিবারের উপর নীলকরদের শনির দৃষ্টি পড়েছে। তার প্রতিবেশী সাধুচরণ তাকে দেশ ত্যাগ করতে পরামর্শ দিলেও সে তার চৌদ্দ পুরুষের ভিটেমাটি ও সুখের সংসার ফেলে যেতে নারাজ।
নীলকরেরা গোলকবসুর ধানের জমিতে নীল চাষ করে- টাকা পরিশোধ করে না, এমনকি তাদের পুকুরপাড় পর্যন্ত নীল চাষ করে। শান্তিপ্রিয় ও নিরীহ গোলকবসু নীলকরের সাথে বিবাদ করতে রাজি নয়, তাদের সকল অত্যাচার মুখ বুজে সহ্য করে।
এ বিষয়ে তার সামান্য একটু আধটু যা প্রতিবাদ তা নিজস্ব লোকদের বাইরে পৌঁছে না। সদাহাস্য সুখী সম্মানী লোকটি মিথ্যে মোকদ্দমায় ফৌজদারিতে অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হয় ।
তাকে কারামুক্ত করার পূর্বেই ঘৃণায় লজ্জায় সে কারাগারে গলায় দড়ি দিয়ে আত্ম হত্যার মধ্য দিয়ে লজ্জা নিবারণ করে।
