'সংশপ্তক' উপন্যাসটির চরিত্রায়ণ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও

সংশপ্তক' উপন্যাসটির চরিত্রায়ণ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও
'সংশপ্তক' উপন্যাসটির চরিত্রায়ণ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও

'সংশপ্তক' উপন্যাসটির চরিত্রায়ণ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও

উত্তর : শহীদুল্লা কায়সার রচিত 'সংশপ্তক' উপন্যাসে বিভিন্ন ধরনের চরিত্র নির্মাণ করেছেন।  

এ উপন্যাসে যথাক্রমে— ১. উচ্চবিত্ত সামন্ত, জমিদার শ্রেণির ক্ষয়িষ্ণু জমিদার, জমিদার নায়ের, উঠতি পুঁজিপতি বেনিয়া জমিদার, ২ পুরনো জমিদার বংশীয় কলকাতায় শিক্ষানবিস বিদ্রোহী, বিপ্লবী, স্বদেশী: শিক্ষিত নিম্নবিত্ত স্কুল মাস্টার বিপ্লবী, সমাজতান্ত্রিক; পুরনো জমিদার বংশীয়া কলকাতায় শিক্ষানবিস। 

৩. বিত্তহীন পরাশ্রিত শিল্পী; পিতৃ পরিচয়হীনা (আশ্রিতা) রূপজীবী; বিত্তহীন শ্রমিক প্রজাসাধারণ ইত্যাদি প্রঃ চরিত্রে সংশপ্তকের কাহিনি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ব তথা যুদ্ধ, ভারতীয় স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা, দেশ-বিভাগ-পর পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের প্রাক্কাল পর্যন্ত তৎকালীন আর্থসামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক, পটভূমি প্রেক্ষাপটে বিধৃত। 

ফেলু মিঞা, রমজান, রামদয়াল, জাহেদ, রাবু, সেকান্দর মাস্টার, হুরমতি, মালু, লেকু প্রঃ উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিত্তহীন প্রভৃতি চরিত্রের মাধ্যমে ভারত-বাংলার বিশেষত পূর্ব পাকিস্তানের তৎকালীন সামগ্রিক জীবনধারায় (ক) তত্ত্বগত দৃষ্টিকোণে স্বাতন্ত্র্যবাদী জাতীয় চেতনা; মধ্যযুগীয় সামস্ত-বুর্জোয়াতান্ত্রিক মনোভঙ্গি, (খ) আধুনিক জাতীয়তাবাদী ভাবধারা এবং (গ) বামপন্থি সমাজতান্ত্রিক সমাজচেতনার দ্বন্দ্বসংঘাতের বহুবিধ প্রামাণ্য বাস্তবানুগ তথ্য চিত্রে অঙ্কিত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ