মূল প্রবন্দ্বের কারণ‘বিসর্জন' নাটক অবলম্বনে রানী গুণবতীর সন্তান কামনার দোষত্রুটি বিচার কর
মূল প্রবন্দ্বের কারণ‘বিসর্জন' নাটক অবলম্বনে রানী গুণবতীর সন্তান কামনার দোষত্রুটি বিচার কর
![]() |
উত্তর: নিঃসন্তান রানী গুণবতীর সন্তান কামনা সত্যধর্ম ও মানব প্রবৃত্তির দ্যোতক। একটুখানি প্রাণের মূল্য প্রেমের কাছে অপরিসীম। কিন্তু সমস্যা হচ্ছে একটি প্রাণের পরিবর্তে বিশ্বমাতার কাছে শত শত ছাগশিশু বলি দেওয়ায়। ছাগশিশু বলির পরিবর্তে সেএকটুকু প্রাণের কণা দিয়ে হৃদয়ের উচ্ছ্বসিত ভালবাসা ভোগ করতে চায়।
একদিকে রানী প্রাণহানির বিষয়ে সম্পূর্ণ অন্ধ, অন্যদিকে প্রাণের প্রতি প্রাণের মমতা যে কত বড় জিনিস তা বুঝেছে। রানীর মনে এক জায়গায় প্রাণের জন্য প্রাণের ব্যাকুলতা দেখা দিয়েছে। রানী মনে করছে ভালবাসা এত প্রগাঢ় হতে পারে যে তার জন্য লোকে নিজের প্রাণও তুচ্ছ করে, কিন্তু অসহায় প্রাণের ক্রন্দন তার হৃদয়ে প্রবেশ করে নি।
প্রশ্ন হচ্ছে মা হয়ে প্রাণকে লালনপালন করার জন্য ব্যাকুলতা যথার্থ, তার জন্য বিশ্বমাতার কাছে প্রার্থনাও যথার্থ, কিন্তু প্রাণকে বলি দিয়ে এ উদ্দেশ্য সাধন করা নীতিসম্মত নয়। বিশ্বমাতা কি প্রাণকে বোঝেন না, তিনি কি প্রাণী হত্যায় খুশি হন? যদি তিনি তা বোঝেন, তবে এ ধরনের প্রার্থনা তার কাছে সঙ্গত নয়। বিশ্বমাতার কাছে গুণবতীর দাবি যথার্থ, কিন্তু শর্ত সাপেক্ষে দাবি অযথার্থ, অমানবিক।
