নক্ষত্র রায় বড় ভাই গোবিন্দ মাণিক্যকে হত্যা করবে শুনে নক্ষত্রকে পেয়ে রাজা গোবিন্দমাণিক্য কী বলেছিল
নক্ষত্র রায় বড় ভাই গোবিন্দমাণিক্যকে হত্যা করবে শুনে নক্ষত্রকে পেয়ে রাজা গোবিন্দমাণিক্য কী বলেছিল
![]() |
| নক্ষত্র রায় বড় ভাই গোবিন্দ মাণিক্যকে হত্যা করবে শুনে নক্ষত্রকে পেয়ে রাজা গোবিন্দমাণিক্য কী বলেছিল |
উত্তর :গোবিন্দমাণিক্য যখন শুনতে পায় যে রঘুপতি নক্ষত্রকে রাজা হওয়ার লোভ দিয়েছে। শর্ত হচ্ছে নক্ষত্র গোবিন্দমাণিক্যকে হত্যা করবে। গোবিন্দমাণিক্য নক্ষত্রকে পেয়ে বলে যে- সারাজীবন নক্ষত্র দাদার পায়ে প্রণাম করেছে, দাদার আশীর্বাদ গ্রহণ করেছে। তারা দু'ভাই মধ্যাহ্নভোজনকালে এক অন্ন ভাগ করে খেয়েছে।
মা মরে যাওয়ার সময় নক্ষত্র ছিল ছোট— গোবিন্দমাণিক্য তাকে বুকে আগলে রেখেছে, মায়ের অভাব টের পেতে দেয় নি। স্নেহপ্রীতি ভালবাসা দিয়ে নক্ষত্রকে গড়ে তুলেছে। একই রক্ত তাদের দু'ভাইয়ের ধমনীতে প্রবাহিত। সেই ধমনী ছিন্ন করে চৌদ্দপুরুষের রক্ত মাটিতে ফেলবে। যদি সত্যি নক্ষত্র রাজাকে হত্যা করতে চায় তবে দ্বার বন্ধ করে রাজা নক্ষত্রের হাতে তার নিজের তরবারি তুলে দিয়ে বুক উন্মুক্ত করে তাকে হত্যা করতে বলে।
অতঃপর নক্ষত্র রাজার কাছে ক্ষমা ভিক্ষা চায় এবং রঘুপতির কুমন্ত্রণা থেকে নক্ষত্র রায় যেন রক্ষা পায় সে ব্যবস্থা যেন রাজা করে ।
