উড সাহেবের পরিচয় দাও
উড সাহেবের পরিচয় দাও
![]() |
| উড সাহেবের পরিচয় দাও |
উত্তর :'নীল দর্পণ' নাটকে আই আই উড নীলকর। “স্বরপুর নিবাসী বসুকুল নীল কীৰ্ত্তনাশায় বিলুপ্ত হইল- আহা! নীলের কি করাল কর।” বিন্দু মাধবের এ উক্তির মূল হোতা নীলকর উড।
সে বড় সাহেব বলে পরিচিত। উড দুর্ধর্ষ অত্যাচারী। কৃষককে ধরে এনে কয়েদ করত, শ্যামচাঁদের মুখে নীলে রাজি করানো- এগুলো উডেরই কাজ। তার বৈষয়িক বুদ্ধি প্রবল, এই বৈষয়িক স্বার্থসিদ্ধির জন্য অন্যের উপর অত্যাচার করেছে।
কৃষকের বাড়ি-ঘর জ্বালিয়ে বৌ-ছেলে মেয়েকে পুড়িয়ে মেরেছে। নবীন মাধবের স্বর্গীয় পিতার শ্রাদ্ধ নিয়ে উড যে ধরনের কথা বলেছিল তার জবাবে নবীন মাধব উডের বুক জুড়ে লাথি মেরেছিল। উডই জমাদ্দারের লাঠি কেড়ে নবীন মাধবের মাথায় আঘাত করায় নবীন মাধবের মৃত্যু হয় । তবে তোরাপ উডের নাক কামড়ে নিয়ে পালিয়েছিল।
